1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেলানী হত্যার দুই বছর

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৮ জানুয়ারি ২০১৩

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ-এর হাতে কিশোরী ফেলানী হত্যার কোনো বিচার হয়নি গত দু’বছরেও৷ আর ভারত তো দূরের কথা বাংলাদেশ সরকারও কোনো ক্ষতিপূরণ দেয়নি পরিবারটিকে৷

https://p.dw.com/p/17FRN
Indian Border Security Force soldiers patrol in the early morning fog along barbwire fence along the India Bangladesh border in Jaipur village near Agartala, capital of India?s northeastern state Tripura, Monday, Dec. 4, 2006. Security along the border has been intensified following Political instability and continuing violence in Bangladesh. India shares over 4,000 kilometers (2500 miles) border with Bangladesh. (AP Photo/Ramakanta Dey)
ছবি: AP

২০১১ সালের ৭ই জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে বিএসএফ-এর গুলিতে নিহত হয় কিশোরী ফেলানী৷ তাঁর লাশ কাটাতারের বেড়ায় ঝুলে ছিল দীর্ঘ সময়৷ সেই কথা বলতে গিয়ে আজও শোকার্ত হয়ে পড়েন ফেলানীর বাবা নুরুল ইসলাম৷

সেই ছবি সংবাদ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর, দেশে-বিদেশে নিন্দা এবং প্রতিবাদের ঝড় ওঠে৷ কিন্তু ওই পর্যন্তই৷ এখন আর কেউ খোঁজ নেয় না ফেলানীর পরিবারের সদস্যদের৷ বিচার তো দূরের কথা ভারত বা বাংলাদেশের পক্ষ থেকে পরিবারটিকে কোনো ক্ষতিপূরণও দেওয়া হয়নি আজ পর্যন্ত৷

Indische Grenzsoldaten beobachten die indisch-bangladeschische Grenze nahe dem Dorf Sardarpara, das zwischen Indien und Bangladesch aufgeteilt ist.***Foto: Prabhakar Mani Tewari, Januar 2011, Kolkata,
২০১১ সালের ৭ই জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে বিএসএফ-এর গুলিতে নিহত হয় কিশোরী ফেলানী (ফাইল ফটো)ছবি: DW

ফেলানীর মা জাহানারা বেগম ডয়চে ভেলেকে জানান, এখন তাঁরা অনেক কষ্টে আছেন৷ ফেলানীকে হত্যার পর তাঁরা ব্যবসা-বাণিজ্যও করতে পারছেন না৷

ফেলানী হত্যার পর অনেক প্রতিশ্রুতি পাওয়া গেলেও সীমান্ত হত্যাকাণ্ড কমেনি৷ শুধু ঐ সীমান্তেই গত দু'বছরে আরো তিনজন নিহত হয়েছেন৷ পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি জানান, ফেলানী হত্যার ব্যাপারে ভারত তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয় তখনই৷ বাংলাদেশও এর বিচার দাবি করে৷ বলা বাহুল্য, সীমান্তে কোনো হত্যাকাণ্ডই বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য নয়৷ কিন্তু হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনতে দু'দেশকেই আরো কিছু ব্যবস্থা নিতে হবে৷

ভারত সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রতিশ্রুতি দেয়ার পরও, গত বছর সীমান্তে ৩৫ জন বাংলাদেশি নিহত হয়েছেন বিএসএফ-এর হাতে৷ আর নতুন বছরে এরই মধ্যে নিহত হয়েছেন চারজন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য