1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বীকৃতি দেয়ার পথে ইইউ

১১ ডিসেম্বর ২০১২

সিরিয়ার বিরোধীদের জোট ‘সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল’ এসএনসি-কে স্বীকৃতি দেয়ার পথে এগোচ্ছে ইউরোপীয় ইউনিয়ন৷ ব্রাসেলসে এসএনসি প্রধান আহমেদ মোয়াজ আল-খতিবের সঙ্গে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এ কথা জানানো হয়েছে৷

https://p.dw.com/p/16ziS
ছবি: AP

বৈঠকে উপস্থিত ছিলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে৷ বৈঠক শেষে তিনি বলেন, ‘‘এসএনসি-র মর্যাদায় উন্নতি আনার এটাই সঠিক সময়৷ আমরা মনে করি এর মাধ্যমে আসাদ সরকারকে হটানোর প্রক্রিয়া আরও জোরদার হবে৷''

উল্লেখ্য, ইইউ সদস্য দেশ ব্রিটেন আর ফ্রান্স ইতিমধ্যে এসএনসি-কে পূর্ণ স্বীকৃতি দিয়েছে৷

এদিকে নরওয়ের রাজধানী অসলোতে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে এ বছরের বিজয়ী সংস্থা ইইউ-র প্রেসিডেন্ট জোসে মানুয়েল বারোসো বলেছেন, ‘‘সিরিয়ার বর্তমান পরিস্থিতি বিশ্বের জন্য একটা কলঙ্ক হয়ে রয়েছে৷ তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব হলো সেটার সমাধান করা৷''

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লেওন পেনেট্টা বলেছেন, বিদ্রোহীদের দমাতে সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে এমন কোনো নতুন উদ্যোগের প্রমাণ আর পাওয়া যায় নি৷ তবে যুক্তরাষ্ট্র বিষয়টা সবসময় পর্যবেক্ষণে রাখবে বলে তিনি জানিয়েছেন৷

এদিকে জাতিসংঘের হিসেবে বিভিন্ন দেশে পালিয়ে যাওয়া সিরীয় শরণার্থীর সংখ্যা পাঁচ লক্ষ পেরিয়ে গেছে৷

ব্রিটেনের ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট' পত্রিকা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ার বিদ্রোহীদের প্রশিক্ষণ দেয়া এবং তাদের আকাশ ও নৌপথে সহায়তা দেয়ার পরিকল্পনা করছে ব্রিটেন সহ আন্তর্জাতিক বিশ্ব৷ এজন্য ব্রিটেনের সামরিক প্রধান জেনারেল ডেভিড রিচার্ডস সম্প্রতি ফ্রান্স, তুরস্ক, জর্ডান, কাতার, আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বলে পত্রিকাটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে৷

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের অনুরোধে বৈঠকটি হয়েছে৷ তবে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেনি৷

এদিকে, বুধবার মরক্কোতে ‘ফ্রেন্ডস অফ সিরিয়া'-র বৈঠক অনুষ্ঠিত হবে৷ যুক্তরাষ্ট্র সেখানে এসএনসি-র প্রতি তাদের সমর্থনের কথা জানাতে পারে৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলার ক্লিন্টনের বৈঠকে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি সেখানে যেতে পারছেন না৷ তাঁর পরিবর্তে উপ-পররাষ্ট্রমন্ত্রী বিল বার্নস বৈঠকে উপস্থিত থাকবেন৷

কূটনীতিক পর্যায়ে সিরিয়া বিরোধীদের এই তৎপরতার খবরের সঙ্গে যোগ হয়েছে মাঠ পর্যায়ের বিদ্রোহীদের একটি সাফল্যের খবর৷ লন্ডন ভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' জানিয়েছে, বিদ্রোহীরা আলেপ্পোর সর্বশেষ গুরুত্বপূর্ণ সেনাঘাঁটিটি দখল করে নিয়েছে৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য