1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাপের স্যুপ!

১৭ মার্চ ২০১৩

রেস্তরাঁটির নাম ক্যান্টনিজ ভাষায় ‘শি ওয়ং লাম’, যার অর্থ – সাপের রাজা লাম৷ এখানে ১০০ বছরের বেশি সময় ধরে সাপের স্যুপ বিক্রি হচ্ছে৷ এক প্লেট সাপের স্যুপের দাম ৪৫ হংকং ডলার, অর্থাৎ ছয় মার্কিন ডলার৷

https://p.dw.com/p/17yyk
Schlange, Reptilie #42937865 Copyright: andyastbury - Fotolia.com A European Adder (Vipera berus) basking in the sun and flicking it's tongue to taste the air. In areas the scales show a distinct iridescence.
Schlangeছবি: andyastbury - Fotolia.com

আকাশ-ছোঁয়া, বিরাট, অতিব্যস্ত শহর হংকং৷ তারই একটি নিরিবিলি রাস্তায় একটি পুরনো দোকানের সামনে দেখতে পাওয়া যাবে, লোহার খাঁচায় করে সাপ! খাঁচাগুলো দোকানের দরজা অবধি স্তূপ করা৷ প্রতিটি খাঁচায় কিলবিল করছে সাপ!

Turtle and snake bones are being boiled into a soup in a snake restaurant in Hong Kong, Tuesday, Dec. 2, 2003. Nothing holds off Hong Kong's winter chill like a hearty bowl of snake soup _ but there's a problem. Many restaurants are missing the main ingredient. Hong Kong's snake industry is suffering a severe supply crunch after mainland authorities banned exports during the SARS outbreak, when research suggested the respiratory illness was spread by wildlife in southern China. (AP Photo/Anat Givon) .
সাপের স্যুপ যেমন হংকং, তেমন মেইনল্যান্ড চায়নাতেও খুবই জনপ্রিয়, বিশেষ করে শীতেছবি: AP

দোকানের ভেতরে শ'খানেক কাঠের ড্রয়ারে আরো সাপ, আবার সাপ৷ ড্রয়ারগুলোর অর্ধেকের ওপর লেবেল সাঁটা: ‘‘বিষাক্ত''৷ তবে এ' সবই খাবার সাপ৷ সাপের মাংস এমনিতেই মেদবিহীন৷ সেই মাংস দিয়ে তৈরি থিকথিকে স্যুপ খেতে কেমন লাগে, তা বলতে পারবেন শি ওয়ং লামের খদ্দের, গ্রাহক কিংবা পৃষ্ঠপোষকরা৷

দোকান কিংবা রেস্তরাঁটি চালু করেন চীনের মূল ভূভাগ থেকে আসা এক সর্পব্যবসায়ী৷ সাপের স্যুপ যেমন হংকং, তেমন মেইনল্যান্ড চায়নাতেও খুবই জনপ্রিয়, বিশেষ করে শীতে৷ শীতে ঐ মহার্ঘ স্যুপ খেলে নাকি শরীর গরম থাকে, কেননা শরীরে রক্তচলাচল বাড়ে এবং অসুখবিসুখও কম হয়৷ সাপের পিত্ততেই নাকি তার সারা পুষ্টি, তাই বিভিন্ন প্রথাগত চীনা ওষধিতে সাপের পিত্ত ব্যবহার করা হয়৷

তবে সাপ ধরা এবং সাপ রেঁধেবেড়ে গ্রাহকদের খাওয়ানোর দিন হংকং'এ শেষ হতে চলেছে বলেই আধুনিক ‘সাপুড়েদের' অনেকে মনে করেন৷ কাজটা শক্ত এবং বিপজ্জনক৷ সাপুড়েরা নিজেরাই তাদের সন্তানদের এই পেশায় আসতে দিতে চান না৷

এসি / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য