1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাতশো কোটিতম শিশু বাংলাদেশেও

১ নভেম্বর ২০১১

বিশ্বের জনসংখ্যা সাতশো কোটি অতিক্রম করে গেল৷ প্রতিকীভাবে নানা দেশেই সাতশোতম শিশুর জন্মকে স্বাগত জানানো হয়েছে৷ ফিলিপাইনস'এ, ভারতে, কম্বোডিয়ায়৷ বাংলাদেশে পৃথিবীর সাতশ কোটিতম শিশুর জন্ম হয়েছে বলে খবরে প্রকাশ৷

https://p.dw.com/p/132T7
Filipina mother Camille kisses her newly born baby girl named Danica Camacho, the Philippines' symbolic seven billionth baby, as part of the United Nations' seven billion global population projection, in government's Fabella Maternity hospital in Manila on Monday Oct. 31, 2011. (AP Photo/Erik De Castro, Pool)
ফিলিপাইনস'এ এই শিশুকন্যাকেও সাতশো কোটিতম শিশু হিসেবে গণ্য করা হচ্ছেছবি: AP

ঢাকার আজিমপুর মাতৃসদন ও শিশু সুরক্ষা কেন্দ্রে৷ মোমবাতি জ্বেলে, কেক কেটে উদযাপন করা হয় শিশুর জন্মকে৷ এ শিশুটিকে দেখতে হাসপাতালে ছিল উৎসুক মানুষের ভীড়৷

তন্বী হোসেন জন্ম দিলেন তৃতীয় কন্যাশিশুর৷ আর এ তৃতীয় সন্তানটিই হচ্ছে বাংলাদেশে প্রতিকীভাবে পৃথিবীর সাতশ কোটিতম শিশু৷ আজিমপুর মাতৃসদন ও শিশু সুরক্ষা কেন্দ্রে রবিবার রাত ১২টা ১ মিনিটে পৃথিবীর বুকে আসে ফুটফুটে এ শিশুটি৷ মোমবাতি জ্বেলে, কেক কেটে উদযাপন করা হয় শিশুর জন্মকে৷ সাতশ কোটিতম এ শিশুটিকে দেখতে হাসপাতালে ছিল উৎসুক মানুষের ভীড়৷

ইউএনএফপি'এর সেভেন বিলিয়ন অ্যাকশন প্রকল্পের অধীনে এ জন্মদিন পালন করা ছিল আনুষ্ঠানিকতা৷ উপস্থিত ছিলেন ইউএনএফপি'এর দেশীয় প্রতিনিধি আর্থার এরকেন৷ তিনি বলেন, ৭শ' কোটিতম এ শিশুকে পৃথিবীতে স্বাগতম৷ এখন এ শিশুর স্বাস্থ্য, শিক্ষার অধিকার নিশ্চিত করে সঠিক পরিবেশে বড় করে তোলার দায়িত্ব আমাদের সকলের৷ পৃথিবীর প্রতিটি শিশুই যেন হয় নিরাপদ৷

আর মতৃসদনে উপস্থিত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি বললেন, আমাদের দেশে সম্পদের অভাব রয়েছে এবং জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি৷ তাই সকলের মৌলিক অধিকার পূরণ করা সম্ভব হচ্ছে না৷ তিনি বলেন, প্রতিটি শিশুই যেন সুস্থ ও সুন্দর হয়৷ আমরা যেন তাকে খাদ্য বস্ত্র বাসস্থান এবং সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারি৷

আজিমপুর মাতৃসদনে সাতশ কোটিতম শিশুকে দেখতে এসে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এম এম নিয়াজউদ্দিন বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং কর্মক্ষেত্র তৈরিতে আমাদের বেশি মনোযোগী হতে হবে৷

শিশু সুরক্ষা কেন্দ্রের কনসালটেন্ট ডা. রোখসানা আইভীর তত্ত্বাবধানে সার্জারির মাধ্যমে জন্ম নেয়া শিশুটির ওজন ২ দশমিক ৭৫ কেজি৷ কনসালটেন্টের সহযোগী ছিলেন ডা. মাহফুজা, ডা. নাজরিনা সুলতানা এবং ডা. রওশন হোসনে জাহান৷ সদ্য জন্ম নেয়া শিশুটির বাবা মহসীন হোসেন প্রত্যাশা করেন, অন্য ১০টি শিশুর মত তার সদ্যোজাত কন্যাও যেন সুস্থ ও সুন্দরভাবে বড় হয়৷ 

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য