1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাঈদীর শাস্তি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৭ ডিসেম্বর ২০১২

জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণা করা হবে যে কোনো দিন৷ বৃহস্পতিবার এই মামলার যুক্তিতর্ক শেষে এই সিদ্ধান্ত জানিয়েছেন বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে ট্রাইবুনাল-১৷

https://p.dw.com/p/16wtZ
ছবি: AP

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে ২০১০ সালের ২৯শে জুন গ্রেপ্তার করা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগের একটি মামলায়৷ এরপর ২রা আগস্ট তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইবুনালে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, অগ্নিসংযোগ ও লুটপাটসহ ২০টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়৷

প্রসিকউশন তার বিরুদ্ধে ৪০৭৪ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দাখিলের পর, ২০১১ সালের ৭ই ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইবুনাল৷ আর চলতি বছরের ৫ই নভেম্বর থেকে উভয় পক্ষের সাক্ষ্যগ্রহণ এবং যুক্তিতর্ক শুরু হয়ে শেষ হয় গতকাল ৬ই ডিসেম্বর৷ ৩২ দিনে আদালত রাষ্ট্রপক্ষের ৪৪ জন এবং আসামি পক্ষের ১৭ জনের সাক্ষ্য নেন৷ প্রসিকিউটর ব্যারিস্টার হায়দার আলি জানান, তাঁরা আদালতে সাঈদীর বিরুদ্ধে ২০ অভিযোগের ১৯টিই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন৷ আদালত এখন যে কোনো দিন এই মামলার রায় ঘোষণা করবে৷

তবে সাঈদীর আইনজীবী মিজানুল ইসলাম দাবি করেছেন যে সাঈদীর বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণ হয়নি৷ প্রসঙ্গত, এটিই হবে যুদ্ধাপরাধ ট্রাইবুনালে দায়ের করা মামলার প্রথম রায়৷

এদিকে, জামায়াতে ইসলামীর আরেক নেতা কাদের মোল্লার বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক শুরু হবে ১০ই ডিসেম্বর৷ অন্যদিকে, ট্রাইবুনাল আদালত অবমাননার অভিযোগে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকি ‘দ্য ইকনোমিস্ট'-এর সম্পাদক এবং দক্ষিণ এশীয় ব্যুরো প্রধানকে তিন সপ্তাহের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে৷ তাঁদের বিরুদ্ধে অভিযোগ যে তাঁরা বিচারকের ব্যক্তিগত গোপন তথ্যে অনধিকার প্রবেশ করেছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য