1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাংবাদিকরা অভিনয় করছেন ‘শেয়ারবাজার ডটকম’ নাটকে

১২ মে ২০১১

বাংলাদেশে বেকারের হার অনেক বেশি৷ আর সেই বেকারদের কেউ কেউ অল্প কিছু পুঁজি নিয়ে শুরু করেছেন শেয়ার ব্যবসা৷ বেঁচে থাকার এ এক অন্য রকম চেষ্টা৷ কিন্তু গত বেশ কিছু দিন যাবত সেখানে চলছে প্রচণ্ড দরপতন৷

https://p.dw.com/p/11E7s
Autor: Mr. Harun Ur Rashid Swapan Caption: Hundreds of angry investors have taken to the streets in Motijheel and Dilkusha in the capital of Bangladesh, Dhaka, after regulators halted share trading following the record fall of the prime bourse. Schlagworte: Bangladesh, Dhaka, Stoke exchange, the Securities and Exchange Commission, Investor of Bangladesh.
Bangladesch Investoren 2011ছবি: DW

আর এই দরপতনে পতন হচ্ছে সেই সব খুঁদে বিনিয়োগকারীদেরই৷ তাই ঐ সব মানুষের সুখ দুঃখ, ভালোবাসা আর স্বপ্ন নিয়েই এবার আসছে ধারাবাহিক নাটক ‘শেয়ারবাজার ডটকম'৷ পুঁজিবাজার নিয়ে এটা বাংলাদেশে এই প্রথম এ ধরণের নাটক৷ নাটকটির পরিচালনা করছেন নয়ন মিল্টন এবং প্রযোজনা করছেন ইয়াসমিন রাব্বি পপি৷ সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সালাউদ্দিন রাহাত ও মুস্তাফিজুর রহমান নাহিদ৷ পরিচালক মিল্টন সাংবাদিকদের জানিয়েছন যে, ইতিমধ্যেই ধারাবাহিক এ নাটকের চিত্রগ্রহণের কাজ শুরু হয়ে গেছে৷

নাটকের কাহিনী সম্পর্কে তিনি জানান, শেয়ারবাজারের সঙ্গে জড়িত থাকা ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুখ-দুঃখ, হাসি-কান্না ও স্বপ্ন নিয়েই এ নাটকের গল্প৷ গল্পের নায়ক চার যুবক৷ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও দু'জন কোথাও চাকরি পাননি৷ আর অন্য দু'জন স্বাধীনচেতা৷ তাঁদের চাকরি করার ইচ্ছে নেই৷ চার বন্ধু কোনো লক্ষ্য স্থির করতে না পেরে অবশেষে বেছে নেন শেযার ব্যবসা৷ তাঁরা একটি বাসায় ভাড়া থাকেন৷ ব্যবসার সুবিধার জন্য বাসায় লাগিয়ে নেন ইন্টারনেট লাইন৷ সকলেই মেতে ওঠেন শেয়ার ব্যবসা নিয়ে৷ আর সেই ব্যবসা নিয়েই তাঁদের জীবনে ঘটতে থাকে একের পর এক ঘটনা৷ কখনো মজার, কখনো বা দুঃখের৷

film, bangladesh
ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুখ-দুঃখ, হাসি-কান্না ও স্বপ্ন নিয়েই নাটকের গল্পছবি: Ishtiaque Zico

নাটকের চার পুরুষ চরিত্রে অভিনয় করছেন - অপূর্ব, হিল্লোল, তিনু করিম ও নয়ন ববুই৷ অন্যদিকে, নারী চরিত্রে থাকছেন - জেনী, দীপা খন্দকার ও হুমায়রা হীমু৷ সবচেয়ে মজার ব্যাপার হলো, বাংলাদেশের সংবামাধ্যমে যাঁরা শেয়ারবাজার নিয়ে প্রতিদিন সংবাদ সংগ্রহ করছেন, তাঁদের অনেককেই দেখা যাবে এই নাটকে৷ অবশ্য সাংবাদিক হিসাবে নয়, অভিনেতা হিসাবে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: দেবারতি গুহ