1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকারের বিরুদ্ধে গুপ্তহত্যায় সমর্থনের অভিযোগ বিএনপির

১২ ডিসেম্বর ২০১১

দেশে গুপ্তহত্যা নিয়ে যখন ব্যাপক সমালোচনা হচ্ছে তখন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দাবি করছেন সরকার সরাসরি গুপ্ত হত্যায় সমর্থন দিচ্ছে৷

https://p.dw.com/p/13Qnf
Armed police members are on high alert to ensure lives of the people. Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
ফাইল ছবিছবি: DW/Harun Ur Rashid Swapan

আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিরোধী দল বিএনপি সন্ত্রাস জঙ্গিবাদ আর হত্যা ছাড়া আর কিছু বোঝে না৷

সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি বছরে ঢাকা এবং এর আশপাশ এলাকা থেকে নিখোঁজ অথবা অপহৃত হয়েছেন ২২ জন ৷ এদের মধ্যে ১০ জনের লাশ পরে উদ্ধার করা হয়েছে৷ অপহৃত ২২ জনের মধ্যে ১০ জনের রাজনৈতিক পরিচয় আছে৷ অপহৃতদের একাংশের পরিবার দাবি করছে অপহরণকারীরা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অপহরণ করেছে৷ পরে তাদের লাশ পাওয়া গেছে৷

কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এটি অপরাধী ও অপহরণকারীদের কৌশল৷ এই ব্যাপারে সাধারণ মানুষকে তারা সজাগ থাকার পরামর্শ দিয়েছেন৷ আর এই অপহরণ ও গুপ্ত হত্যা নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে৷ গুপ্ত হত্যা ও অপহরণের শিকার কয়েকজনের পরিবারের সদস্যদের নিয়ে রোববার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷ এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দাবী করেছেন সরকার গুপ্ত হত্যায় সমর্থন দিচ্ছে৷

সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর ঘোষণাকে দিবাস্বপ্ন বলে উল্লেখ করেন মির্জা ফখরুল৷

অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক জনসভায় বলেছেন দেশে হত্যা ও সন্ত্রাসের মূলে আছে বিরোধী দল বিএনপি৷ বিএনপি সন্ত্রাস আর জঙ্গিবাদ ছাড়া কিছু বোঝে না৷

তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় যায় তখন দেশ পিছিয়ে যায়৷ আর আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশের উন্নয়নে কাজ করে৷ প্রধানমন্ত্রী বলেন, দেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে৷ আর দেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হলে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য