1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেয়ারবাজারে ফেসবুক

২ ফেব্রুয়ারি ২০১২

অবশেষে ‘ইনিশিয়াল পাবলিক অফারিং’ আইপিও ছাড়ার আবেদন করলো ফেসবুক৷ বছরের মাঝামাঝি থেকে লেনদেন শুরু হতে পারে বলে জানা গেছে৷

https://p.dw.com/p/13vRW
ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গছবি: Reuters

বলা হয়েছে ৫০০ কোটি ডলার৷ কিন্তু বিশ্লেষকরা মনে করছেন, আইপিও'র মাধ্যমে ফেসবুক বাজার থেকে এক হাজার কোটি ডলার তুলে নিতে পারবে৷ যদি তাই হয়, তাহলে ফেসবুক হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে চতুর্থ বড় কোম্পানি, যারা আইপিও থেকে এত টাকা তুলবে৷ এখন পর্যন্ত ভিসা ইনকর্পোরেশন, জেনারেল মোটরস আর এটিএণ্ডটি ওয়ারল্যাস এর নাম রয়েছে এই তালিকায়৷

২০০৪ সালে হার্ভার্ড ইউনিভার্সিটির ডরমেটরিতে মার্ক জাকারবার্গ ফেসবুক নামের ওয়েবসাইটটি তৈরি করেছিলেন৷ আর আজ প্রায় আট বছর পর ফেসবুকের দাম সাড়ে সাত থেকে দশ হাজার কোটি ডলার বলে মনে করেন অনেকে৷

ফেসবুকের প্রসপেক্টাসে বলা হয়েছে, গত বছর তাদের নিট লাভ হয়েছে প্রায় একশো কোটি ডলার৷ আগের বছরের তুলনায় এটা প্রায় ৬৫ শতাংশ বেশি৷

জাকারবার্গ বলেন, প্রিন্টিং প্রেস আর টেলিভিশনের আবিষ্কার ইতিহাসকে বদলে দিয়েছে বলে মনে করা হয়৷ আজ ফেসবুকও তেমন একটা পর্যায়ে পৌঁছেছে৷

প্রতি মাসে গড়ে প্রায় সাড়ে ৮৪ কোটি সদস্য ফেসবুক ব্যবহার করেন বলে জানানো হয়েছে৷

তবে শেয়ারবাজারে ঢুকলেও ফেসবুকের পুরো নিয়ন্ত্রণ থেকে যাচ্ছে জাকারবার্গের হাতেই৷ ফলে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকছে তাঁর হাতেই৷ এমন ব্যবস্থা করা হয়েছে যেন ফেসবুক পরিচালনায় কোনো বোর্ড গঠন করতে না হয়, যেখানে সাধারণত স্বাধীন পরিচালকদের নিয়োগ দিতে হয়৷ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী সে অর্থে ফেসবুকে কর্পোরেট গভর্নেন্স থাকছে না৷ তবে এটা নিয়ে কিছু বলারও নেই সমালোচকদের৷ কেননা এর আগে অন্যান্য কোম্পানিও এভাবে শেয়ারবাজারে ঢুকেছে৷ যেমন গুগলের কর্তৃত্ব থেকে গেছে সার্গেই ব্রিন আর লেরি পেজ'এর কাছে৷ ২০০৪ সালে আইপিও ছেড়ে গুগল দুইশো কোটি ডলার সংগ্রহ করেছিল৷ এছাড়া নিউ ইয়র্ক টাইমস পত্রিকার কর্তৃত্ব ধরে রেখেছেন সালজবার্গার৷

শিকাগো বিশ্ববিদ্যালয়ের ‘বুথ স্কুল অব বিজনেস' এর অধ্যাপক স্টিভেন কাপলান বলছেন, জাকারবার্গ তাঁর নিয়ন্ত্রণ ধরে রাখায় হয়তো বিনিয়োগকারীরা ফেসবুকের শেয়ার নিয়ে কিছুটা কম উৎসাহী হতে পারে৷ সেক্ষেত্রে শেয়ার মূল্য হয়তো প্রত্যাশার চেয়ে কিছুটা কম হতে পারে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য