1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়নস লিগ

৪ এপ্রিল ২০১২

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের বেঞ্চে বসিয়ে রাখা খেলোয়াড় ইভিৎসা ওলিচ৷ তাঁর দুই গোলেই এবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছে গেল বায়ার্ন৷

https://p.dw.com/p/14XNB
ছবি: picture-alliance/dpa

ফলে ফুটবল বিশ্ব এখন দুটি চরম উত্তেজনাকর সেমিফাইনাল ম্যাচের অপেক্ষায়৷ কেননা সেখানে বায়ার্নের সম্ভাব্য প্রতিপক্ষ রেয়াল মাদ্রিদ৷ সম্ভাব্য এই কারণে যে, আজ রেয়ালের খেলা রয়েছে সাইপ্রাসের নিকোশিয়া ক্লাবের বিরুদ্ধে৷ তবে প্রথম লেগের খেলায় সাইপ্রাস গিয়ে ৩-০ গোলে জয়ী হওয়ায় আজ নিজের মাঠে রেয়ালই যে ফেভারিট থাকবে সেটা বলা যায়৷

ফিরে আসি ওলিচের কথায়৷ ক্রোয়েশিয়ার ৩২ বছর বয়সি এই ফরোয়ার্ড চলতি মরসুমের বেশিরভাগটাই কাটিয়েছে বেঞ্চে বসে৷ কারণ বায়ার্ন দলে মারিও গোমেজের মতো খেলোয়াড়ের উপস্থিতি৷ অবস্থা এমনই ছিল যে, মাঝেমধ্যেই মরসুম শেষে বায়ার্ন ছেড়ে যাওয়া কথা বলতেন ওলিচ৷

তবে মঙ্গলবার রাতের খেলায় সবাইকে অবাক করে দিয়ে বায়ার্নের কোচ ইয়ুপ হেইঙ্কেস ওলিচকে মাঠে নামিয়ে দেন৷ হয়তো প্রথম লেগে মার্সেইতে গিয়ে ২-০ গোলে জেতায় এই সিদ্ধান্তটা নিয়েছেন বায়ার্ন কোচ হেইঙ্কেস৷

Champions League Viertelfinale FC Bayern München Olympique de Marseille
যথারীতি গোল করে বসলেন মেসিছবি: picture-alliance/dpa

তবে কারণ যেটাই হোক, সুযোগ পেয়েই নিজের সামর্থ্যটা সবাইতে দেখিয়ে দিলেন ওলিচ৷ যে দুই গোলে জয় পেয়েছে দল তার সবকটাই এসেছে ওলিচের পা থেকে৷ ফলে ম্যাচ শেষে খুশি কোচ হেইঙ্কেস৷ আর ওলিচতো অবশ্যই৷

এখন পর্যন্ত বায়ার্ন চারবার ইউরোপের সেরা হয়েছে৷

এদিকে মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের অন্য খেলায় বার্সেলোনা ৩-১ গোলে এসি মিলানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে৷ মেসি করেছেন দুই গোল৷ এর ফলে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম বয়সে অর্ধশত গোল করার রেকর্ড করলেন মেসি৷ এছাড়া এখন পর্যন্ত এই মরসুমে চ্যাম্পিয়নস লিগে তাঁর গোল সংখ্যা দাঁড়ালো ১৪’তে, যেটাও একটা রেকর্ড৷

এদিকে মেসির দল বার্সা এই নিয়ে টানা পাঁচবার চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পৌঁছাল৷

সেমিফাইনালে বার্সার প্রতিপক্ষ হতে পারে ইংলিশ ক্লাব চেলসি বা পর্তুগিজ বেনফিকা৷ আজ তাদের খেলা রয়েছে৷ প্রথম ম্যাচে পর্তুগালে গিয়ে ১-০ গোলে জেতায় এই ম্যাচটা শুধু ড্র করলেই শেষ চারে চলে যাবে চেলসি৷

প্রতিবেদন: জাহিদুল হক / রয়টার্স, এএফপি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য