1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুধু ইংরেজি নয়, অন্যভাষায়ও মিলবে ওয়েবএড্রেস

২৮ অক্টোবর ২০০৯

ইন্টারনেট এড্রেস মানে ইংরেজি বা ল্যাটিন হরফ- এই ধারা আর থাকছে না৷ বরং এবার ইন্টারনেট এড্রেসও হয়ে উঠবে আরো বেশে স্থানীয়, কাছের৷ নিয়ন্ত্রক সংস্থা আইক্যান জানাচ্ছে, আগামী বছর নাকি বেশ কয়েকটি ভাষায় মিলবে ওয়েব এড্রেস৷

https://p.dw.com/p/KHKK

বিশেষজ্ঞদের মতে, এশিয়ান এবং অ্যারাবিক হরফে ওয়েবএড্রেস তৈরি করা গেলে তা সাধারণ মানুষের কাছে আরো আপন হয়ে উঠবে৷ সেই সঙ্গে ইন্টারনেট ব্যবহারে ভাষার প্রতিবন্ধকতা কমে যাবে আরো কয়েক ধাপ৷

দ্যা ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস এন্ড নাম্বারস বা আইক্যান সোমবার জানিয়েছে, আগামী শুক্রবার সম্ভবত তারা ইন্টারনেট এড্রেস ব্যবহারে ল্যাটিন বর্ণ ব্যবহারের বাধ্যবাধকতা তুলে দেবে৷ এই প্রসঙ্গে আইক্যান এর চেয়ারম্যান পিটার ড্যানগেট থ্রাস জানান, ৪০ বছর আগে ইন্টারনেটের জন্মের পর এটা হবে কারিগরি দিক থেকে এই খাতে অন্যতম বড় পরিবর্তন৷

থ্রাস আশা প্রকাশ করেন, শুক্রবার আইক্যান এর পূর্ণাঙ্গ কমিটি বহুভাষার ওয়েবএড্রেসকে আনুষ্ঠানিক অনুমোদন দেবে৷

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে ইন্টারনেটে চীনা, অ্যারাবিক, কোরিয়ান এবং জাপানিসহ কয়েকটি ভাষায় ওয়েবএড্রেস তৈরির সুযোগ পাওয়া যাবে বলে জানাচ্ছে আইক্যান৷

বলাবাহুল্য বহুভাষার ওয়েবএড্রেস এখন সময়ের দাবি৷ কারণ এই মুহুর্তে বিশ্বের ১ দশমিক ৬ বিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারীর অর্ধেকেরও বেশি ভিন্ন ভাষায় ইন্টারনেট ব্যবহার করছে৷ অবশ্য আইক্যান এর বহুভাষার ওয়েবএড্রেস তৈরির ক্ষেত্রে আপাতত বাংলা ভাষা যোগ হচ্ছেনা বলেই জানা গেছে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আবদুস সাত্তার