1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীতকালীন অলিম্পিক আয়োজনে মিউনিখকে হারিয়ে দিল পেয়ংচাং

৭ জুলাই ২০১১

আগামী ২০১৮ সালের শীতকালীন অলিম্পিক হবে দক্ষিণ কোরিয়ার পেয়ংচাং শহরে৷ বুধবার তারা অলিম্পিক কমিটির ভোটাভুটিতে হারিয়ে দিয়েছে জার্মানির মিউনিখকে৷

https://p.dw.com/p/11qbN
Dancers perform in Durban, South Africa, Tuesday July 5, 2011, at the opening ceremony for the 123rd IOC session that will decide the host city for the 2018 Olympics Winter Games. President of the International Olympic Committee Jacques Rogge will announce Wednesday July 6, 2011 which of France's Annecy, Germany's Munich and South Korea's PyeongChang will host the 2018 Winter Olympics. (Foto:Stephane de Sakutin-Pool/AP/dapd)
আইওসি’র বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের একাংশছবি: dapd

এই নিয়ে টানা তৃতীয়বারের প্রচেষ্টায় সাফল্য দেখলো দক্ষিণ কোরিয়ার শহর পেয়ংচাং৷ এর আগে ক্যানাডার ভ্যাংকুবার ও রাশিয়ার সোশির কাছে হারতে হয়েছিল তাদের৷ তা সত্ত্বেও দমে যায়নি তারা৷ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাকের চমৎকার দক্ষতায় অলিম্পিক কমিটির সদস্য রাষ্ট্রগুলোর ভোট আদায় করতে সক্ষম হয় তারা৷

বুধবার ভোটাভুটির প্রথম রাউন্ডে ৯৫ জন সদস্যের মধ্যে ৬৩ জন ভোট দেন পেয়ংচাং এর পক্ষে৷ আর মিউনিখ পায় ২৫টি ভোট৷ অর্ধেকেরও বেশি ভোট পাওয়ায় প্রথম রাউন্ডেই নির্ধারিত হয়ে যায় আগামী ২০১৮ সালের শীতকালীন অলিম্পিকের স্বাগতিক শহর৷

ভোটাভুটির সময় উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাক৷ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান জ্যাক রগ পেয়ংচাং শহরের নাম ঘোষণার পর উল্লাসে ফেটে পড়ে গোটা দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল৷ তার আগে চমৎকার ইংরেজিতে নিজ দেশের শহরের পক্ষে বক্তব্য রাখেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট৷ জয়ের পর উচ্ছ্বসিত প্রেসিডেন্ট বাক বলেন, ‘‘আমরা একটি ভালো অলিম্পিক উপহার দেবো৷ এটা কোরীয়দের জন্য বিজয়৷''

epa02811823 Korean President Lee Myung-bak (C) celebrates with the Korean delegation their succesful bid during announcement ceremony at the International Olympic Committee's (IOC) 123rd session in Durban, South Africa 06 July 2011. Pyeongchang in South Korea was awarded the 2018 winter olympic games. EPA/NIC BOTHMA
ঘোষিত হলো ২০১৮ সালের শীতকালীন অলিম্পিক আয়োজকের নামছবি: picture alliance/dpa

উল্লেখ্য, এই প্রথমবারের মত জাপানের বাইরে এশিয়ার অন্য কোন দেশে শীতকালীন অলিম্পিক আয়োজিত হবে৷ ভোটাভুটির সময় মিউনিখের পক্ষে প্রচারণা চালাতে উপস্থিত ছিলেন জার্মান প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ৷ তবে শেষ পর্যন্ত তা সফল হয়নি৷ এছাড়া ছিলেন জার্মানির আরও নামকরা কয়েকজন ক্রীড়াবিদ৷ তাদের একজন গের্ড শ্যোনেফেল্ডার বলেন, ‘‘আমরা যতটুকু সম্ভব ভালো করে উপস্থাপন করেছিলাম৷ তাই মিউনিখ নির্বাচিত না হওয়াতে এটা মেনে নেওয়া কঠিন৷''

এদিকে অলিম্পিক কমিটির প্রধান জ্যাক রগ নিজেই বলছেন, পেয়ংচাং নির্বাচিত হওয়ায় তিনিও বেশ অবাক হয়েছেন৷ গত দুই বার ব্যর্থ হওয়ার পর এবার প্রথম রাউন্ডেই তারা এভাবে পার হয়ে যাবে তিনি নিজেও সেটা ভাবতে পারেননি৷ যাই হোক, এশিয়ার জন্য আরও একটি সুখবর নিয়ে আসলো দক্ষিণ কোরিয়া৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই