1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শাহজাহানের সন্দেশখালিতে ইডি-সিবিআই যৌথ অভিযান

৮ মার্চ ২০২৪

কীভাবে ইডি কর্মকর্তাদের উপর আক্রমণ চালানো হয়েছিল, তার ভিডিও তৈরি করছে সিবিআই। ঢোকা হয়েছে শাহজাহানের বাড়িতেও।

https://p.dw.com/p/4dISb
সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে সিবিআই
সিবিআই এবং ইডি-র যৌথ অভিযানছবি: Subrata Goswami/DW

সন্দেশখালি-কাণ্ডে ধৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে সিবিআই হেফাজতে নেওয়ার পরেই তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার সারা দিনই তাকে দফায় দফায় জেরা করা হয়েছে। নিজাম প্যালেসে ইডির উচ্চ পদস্থ কর্মকর্তারা এসে তাদের বয়ান দিয়ে গেছেন। শাহজাহানকেও এনফোর্সমেন্ট ডিরোক্টরেটের (ইডি) কর্মকর্তাদের উপর হামলা চালানোর বিষয়ে বার বার প্রশ্ন করা হয়েছে বলে ইডি সূত্র জানিয়েছে। বস্তুত, গত ৫ জানুয়ারি ইডি শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যাওয়ার পর ওই ঘটনা ঘটেছিল।

ইডি সূত্র জানিয়েছে, শাহজাহান যা বলেছেন তা মিলিয়ে দেখতে শুক্রবার সকালে ইডি-র আক্রান্ত কর্মকর্তাদের নিয়ে সিবিআই এবং কেন্দ্রীয় ফরেন্সিক কর্মকর্তাদের বিরাট দল সন্দেশখালি পৌঁছেছে। তাদের সঙ্গে প্রায় ৫০ জন কেন্দ্রীয় বাহিনীর সদস্য আছেন। এর আগে একবার শাহজাহানের বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে তল্লাশি চালিয়েছিল ইডি। পরে তালা সিল করে আসা হয়েছিল। এদিন সেই সিল ভেঙে আবার তার বাড়িতে ঢোকা হয়েছে। ইডি-র আক্রান্ত কর্মকর্তারা হামলার ঘটনার পুঙ্খানুপুঙ্খ বয়ান দিচ্ছেন। সিবিআই তা রেকর্ড করে নিচ্ছে। এছাড়াও এলাকার বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করছে ফরেন্সিক দল। অভিযান চালানো হয়েছে সন্দেশখালির সরবেরিয়া বাজারে শাহজাহানের অফিসেও। সেখানেও অবশ্য ওইদিনের পর থেকে তালা ঝুলছে। তালা ভেঙে সিবিআই কর্মকর্তারা ভিতরে ঢুকতে পারেন বলে মনে করা হচ্ছে।

এদিকে সিবিআই হেফাজতে শাহজাহানের জন্য আড়াইশটি প্রশ্নের একটি তালিকা তৈরি করা হয়েছে বলে সিবিআই সূত্র জানিয়েছে। একই প্রশ্ন বার বার ঘুরিয়ে ফিরিয়ে তাকে জিজ্ঞেস করা হচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি ওই দিন যে ইডি কর্মকর্তাদের উপর আক্রমণ হয়েছিল, তাদের বয়ানের ভিত্তিতেও শাহজাহানকে প্রশ্ন করা হচ্ছে। বস্তুত, রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করার পর তাকে যতটা আত্মবিশ্বাসী মনে হয়েছিল, বুধবার রাতে তেমনটা মনে হয়নি। বুধবার রাতে সিবিআই হাসপাতালে নিয়ে গেছিল স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য। সেখানে শাহজাহান সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, ''আমি নির্দোশ। উপরওয়ালা এর বিচার করবেন।''

এদিকে এদিন শাহজাহানকে নিয়ে মন্তব্য করে দলকে আরো বিড়ম্বনায় ফেলেছেন স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো। তিনি বলেছেন, ৫ জানুয়ারির ঘটনার পর শাহজাহানের সঙ্গে তার কথা হয়েছিল। বস্তুত, ৫ জানুয়ারির পর থেকে শাহজাহান ফেরার ছিলেন। পুলিশও দাবি করেছে, তারা শাহজাহানের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। কিন্তু সুকুমার বলেছেন, তার সঙ্গে শাহজাহানের কথা হয়েছিল। এলাকায় আর যাতে অশান্তি না হয়, সেই পরামর্শই তিনি শাহজাহানকে দিয়েছিলেন। একথা বলার পরেই সুকুমার বলেছেন, ''সক্রিয়ভাবে দল করি না। প্রভাব খাটানোর মতো দল আমি করি না।''

নিজেকে আড়াল করতে এবং ইডি-সিবিআইয়ের হাত থেকে বাঁচাতে সুকুমার একথা বলেছেন বলে মনে করছে বিরোধীরা। বিজেপি ইতিমধ্যেই এনিয়ে বিবৃতি দিয়েছে। অন্যদিকে তৃণমূলের তরফে বলা হয়েছে, বিধায়ক হিসেবে তার যা দায়িত্ব সেটুকুই যেন পালন করেন সুকুমার।

সিবিআই সূত্র জানিয়েছে, বিলম্ব হলেও তদন্তে ইতিমধ্যেই তাদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এসেছে। সেই নথিগুলিকে সামনে রেখেই পরবর্তী তদন্তের রাস্তা তৈরি করা হচ্ছে। শাহজাহানকে জেরা করেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি মিলবে বলে আশা করছে সিবিআই।

এসজি/জিএইচ (পিটিআই)