1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো ২০১২

৯ জুন ২০১২

পোল্যান্ডে উত্তেজনাপূর্ণ উদ্বোধনী আসর শেষে ইউক্রেনমুখী ইউরো ২০১২ ফুটবল আসর৷ উদ্বোধনী দিনে স্বাগতিক পোল্যান্ড গ্রিসের সাথে ১-১ গোলে ড্র করেছে৷ অপর খেলায় চেক প্রজাতন্ত্রকে ৪-১ গোলে হারিয়েছে রাশিয়া৷

https://p.dw.com/p/15BIs
Source News Feed: EMEA Picture Service ,Germany Picture Service Russia's Roman Shirokov (C) celebrates his goal against Czech Republic during their Group A Euro 2012 soccer match at the city stadium in Wroclaw June 8, 2012. REUTERS/Sergio Perez (POLAND - Tags: SPORT SOCCER)
ছবি: Reuters

উদ্বোধনী অনুষ্ঠানের বাইরেও পোল্যান্ডের রাজধানী ওয়ারশ জুড়ে ছিল উৎফুল্ল তরুণ প্রজন্মের রাতভর আনন্দ-উল্লাস আর হৈ হুল্লোড়৷ তবে সবকিছু ছাপিয়ে যে আশঙ্কা ঘিরে ছিল তা হলো বর্ণবাদী হামলা কিংবা সহিংসতা৷ তবে শেষ পর্যন্ত কোন ধরণের অঘটন ছাড়াই সূচনা লগ্ন পার করে হাফ ছেড়েছে পোলিশ কর্তৃপক্ষ৷ তাই শনিবার পোলিশ দৈনিক পত্রিকা রিচেচপোসপোলিতা'র মন্তব্য, ‘‘আমরা ইউরো ২০১২ আসরের প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি৷''

অবশ্য গ্রিসের সাথে শুধুমাত্র ড্র করে খুশি হতে পারেনি পোলিশ ফুটবল জগত৷ স্বাগতিক দল হিসেবে নিজেদের মাঠে একটু বাড়তি সুবিধা কাজে লাগানোর আশায় ছিল পোলিশরা৷ তাই দেশটির অন্যতম বহুল প্রচারিত দৈনিক পত্রিকা ‘ফাক্ট' এর শিরোনাম ‘শুধুমাত্র ড্র'৷ আর ট্যাবলয়েড পত্রিকা ‘সুপার এক্সপ্রেস' এই খেলাকে বলেছে ‘প্রত্যাশার চেয়ে দুর্বল' এবং ‘সূচনাতেই ভীতি'৷ বিশেষ করে পোল্যান্ডকে যখন ঠিক পরের খেলাটিতেই রাশিয়ার মতো দলের মুখোমুখি হতে হবে তার আগে গ্রিসের মতো কিছুটা দুর্বল দলের সাথে ড্র করাটা যথেষ্ট নয়৷ এ বিষয়টির দিকেও জোর দিয়েছে দৈনিক ‘ফাক্ট' পত্রিকা৷

Source News Feed: EMEA Picture Service ,Germany Picture Service Russia's Alan Dzagoev (R) scores against Czech Republic's goalkeeper Petr Cech during their Group A Euro 2012 soccer match at the City stadium in Wroclaw June 08, 2012. REUTERS/Tobias Schwarz (POLAND - Tags: SPORT SOCCER)
রাশিয়া-চেক ম্যাচের একটি মুহুর্তছবি: Reuters

তবে শুক্রবারের খেলায় পোলিশদের ত্রাতায় পরিণত হয়েছেন গোলরক্ষক প্রেমিস্লাভ টাইটন৷ খেলার দ্বিতীয়ার্ধে গ্রিসের গেয়র্গিওস কারাগুনিস এর পেনাল্টি শট রুখে দিয়েছেন টাইটন৷ নতুবা নিশ্চিত জয় পেয়ে যেতো গ্রিস৷ তাই ক্রীড়া বিষয়ক পত্রিকা দৈনিক ‘প্রেগ্লাড স্পোর্টোভি' লিখেছে, ‘টাইটন আমাদের নরক থেকে বাঁচিয়েছে৷' আর ‘সুপার এক্সপ্রেস' এর ভাষ্য, ‘পোল্যান্ডকে রক্ষা করেছে টাইটন৷'

যাহোক, পোল্যান্ড থেকে এবার ইউক্রেনের দিকে দৃষ্টি ফিরিয়েছেন ইউরোপের ফুটবল প্রেমী মানুষ৷ কারণ শনিবার ইউক্রেনের খারকিভের মেটালিস্ট স্টেডিয়ামে মুখোমুখি নেদারল্যান্ডস ও ডেনমার্ক৷ অন্যদিকে লেভিভের অ্যারেনা লেভিভ মাঠে পর্তুগালের মুখোমুখি ফেভারিট জার্মানি৷ তবে ইতিমধ্যেই ইউরো আসরের জন্য প্রস্তুতি ও ইউক্রেনের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেশ সমালোচনার মুখে রয়েছে কিয়েভ৷

Source News Feed: EMEA Picture Service ,Germany Picture Service A Polish fan cheers before the start of their Group A Euro 2012 soccer match against Greece at the National Stadium in Warsaw, June 8, 2012. REUTERS/Kai Pfaffenbach (POLAND - Tags: SPORT SOCCER)
সমর্থকদের গালে দুই দেশেরই পতাকাছবি: Reuters

আবার শনিবার নতুন করে এক অঘটনের খবর দখল করেছে দেশটির অধিকাংশ গণমাধ্যম৷ ৪৬ বছর বয়সি এক স্প্যানিশ ফুটবল ভক্ত নিখোঁজ হওয়ার পর তার লাশ পাওয়া গেছে পূর্বাঞ্চলের ডোনেটস্ক শহরে৷ এই ঘটনার সাথে জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে বলে খবরে প্রকাশ৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই (ডিপিএ, রয়টার্স)

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য