1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিমনকে নিয়ে পুলিশের দৌড়ঝাঁপ থামালো হাইকোর্ট

৬ মে ২০১১

ব়্যাবের গুলিতে আহত লিমনকে নিয়ে পুলিশের ঢাকা-ঝালকাঠি-বরিশাল দৌড়ঝাঁপের ইতি ঘটতে চলেছে৷ হাইকোর্ট তাকে অর্ন্তবর্তীকালীন জামিন প্রদান করেছেন৷ ইউনূসকে অপসারণ সংক্রান্ত সুপ্রিম কোর্টে আপিল আবেদন খারিজ হয়ে গেছে৷

https://p.dw.com/p/11AJc
Rapid Action battalion (RAB) members, Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
ব়্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয় লিমনছবি: DW/Harun Ur Rashid Swapan

গণমাধ্যমের মূল নজরে লাদেন, লিমন

বিন লাদেনকে হত্যার নানা দিক ঢাকার পত্রিকাগুলোতে গুরুত্ব সহকারে প্রকাশ হচ্ছে৷ তবে, এর বাইরে আলোচনায় লিমন৷ দৈনিক প্রথম আলো জানিয়েছে, ‘জামিন পেল লিমন'৷ ব়্যাবের গুলিতে বাম পা হারানো লিমনকে অর্ন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট৷ বর্তমানে লিমন বরিশাল মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আছেন৷ তবে, সে ঢাকার হাসপাতালে ফিরে আসতে চায়৷ একই বিষয়ে দৈনিক সমকাল লিখেছে, ‘হাইকোর্টের রুল: বিচার বিভাগীয় তদন্ত কমিশন কেন নয়'৷ ব়্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে লিমন গুলিবিদ্ধ হওয়ার ঘঠনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন আইনজীবীরা৷ এছাড়া, সরকারি খরচে লিমনকে তার ইচ্ছা অনুযায়ী হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন আদালত৷

ইউনূস-এর আইনি লড়াই

দৈনিক যুগান্তরসহ সকল পত্রিকায় এই খবরটি গুরত্ব সহকারে প্রকাশ করা হয়েছে৷ শিরোনাম, ‘ড. ইউনূস এর রিকল আবেদনও খারিজ'৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ইউনূস এর একটি আবেদন নাকচ করে দিয়েছেন৷ গত মার্চে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ইউনূসকে অপসারণের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক৷ এই নির্দেশের প্রতিবাদে আদালতে গিয়েছিলেন নোবেল জয়ী৷ তবে, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনি লড়াইয়ে কার্যত হারলেন তিনি৷ একই বিষয়ে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম, ‘আইন বুঝতে আমাকে আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে: বলেছেন ড. কামাল হোসেন'৷ এই আইনজীবী বলেন, হাইকোর্ট বিভাগের মতো আপিল বিভাগেও ড. ইউনূসকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে৷

‘কাঠগড়ায় যুক্তরাষ্ট্র'

দৈনিক কালের কণ্ঠ লিখেছে, ‘কাঠগড়ায় যুক্তরাষ্ট্র: বিন লাদেন হত্যা মিশনের সব নথি প্রকাশ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ'৷ পত্রিকাটির দাবি, নিরস্ত্র অবস্থায় আল-কায়দা নেতা লাদেনকে গুলি করার বৈধতা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে জোর বিতর্ক৷ একই বিষয়ে দৈনিক ইত্তেফাক-এর শিরোনাম, ‘প্রথম গুলি খেয়ে ছোটাছুটি শুরু করেন লাদেন!' আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে ইত্তেফাকের ভাষ্য হচ্ছে, লাদেনকে প্রথমে বুকে গুলি করা হয়৷ এরপর তার কপালে, বাম চোখের ঠিক উপরে দ্বিতীয় গুলি করে মার্কিন বাহিনী৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য