1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাল কার্ড সত্ত্বেও সুইডেন ফ্রান্সকে হারাল

১৭ জুলাই ২০১১

ফলে প্রমীলা বিশ্বকাপে সুইডেন আর কিছু না হোক, তৃতীয় স্থান অধিকার করল৷ এছাড়া এই বেসরকারি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেও সুইডেন এগিয়ে রইল৷

https://p.dw.com/p/11wuy
সুইডেনের দ্বিতীয় গোল আর তার উল্লাসছবি: dapd

ফুটবল হচ্ছে - মহাকাশের মতোই - নতুন আর পুরনো তারকাদের সমষ্টি৷ এবং তাদের কেউই ফেলনা নয়৷ তাই যে লটা শেলিন'এর নাম শুনতে শুনতে লোকে প্রায় বিরক্ত হয়ে উঠেছিল, সুইডেনের সেই ফুটবল তারকাই প্রথমার্ধে সুইডেনকে এক গোলে এগিয়ে দেন৷ এবার ফরাসিদের পালা৷ এলোদি থমিস ৫৬ মিনিটের মাথায় খেলা ইকোয়ালাইজ করেন৷ ৬৮ মিনিটের মাথায় সুইডিশ স্ট্রাইকার জোসেফিন অকুইস্ট'এর লাল কার্ড দেখে বিদায়৷ খেলা এবার নিছক নাটক৷

সে নাটকের অন্ত ঘটালেন বিকল্প মিডফিল্ডার হিসেবে এসে মারি হামারস্ট্রোম - এবং সুইডেনকে ব্রোঞ্জ জেতালেন তাঁর চমকদার গোলটি করে৷ শেলিনের আবার একটা বিশেষ সমস্যা ছিল৷ তিনি খেলেন অলিম্পিক লিয়ঁ'র হয়ে, যারা এবার মহিলাদের চ্যাম্পিয়নস লিগ জিতেছে৷ সেই অলিম্পিক লিয়ঁ'র একাধিক প্লেয়ার স্বভাবতই ফরাসি দলে৷ কাজেই শেলিনের বক্তব্য: ‘আমি আমার লিয়ঁর বন্ধুদের কথা ভাবছিলাম না, আমি আমার সুইডেনের বন্ধুদের কথা ভাবছিলাম৷' এটা কি ফেসবুক না প্রমীলা ফুটবলের বিশেষত্ব?

Flash-Galerie Frauen-Fußball-WM 2011 Spiel um Platz 3 Schweden - Frankreich
ফ্রান্স বনাম সুইডেন : খেলার একটি মুহূর্তছবি: picture-alliance/dpa

ওদিকে ফরাসি কোচ ব্রুনো বিনি তাঁর দলের পর পর দু'টো হার দেখার পরেও খুশি৷ একে তো ফ্রান্স সুইডেনের মতোই ২০১২ সালের লন্ডন অলিম্পিকসের জন্য কোয়ালিফাই করেছে৷ দ্বিতীয়ত, বিনির দলের মেয়েরা যে শৈলী এবং যুগপৎ লড়ে যাওয়ার ক্ষমতা দেখিয়েছে, তা'তে বিনি'র এ'দলের ভবিষ্যৎ নিয়ে কিছুমাত্র চিন্তা না থাকার কথা৷

তবুও ফ্রান্স একটা কাঁচা, উঠতি টিম৷ তাদের কোনো - সত্যি বলতে কি - ‘ঐতিহ্য' এখনও তৈরি হয়নি৷ তবে প্লেয়াররা ফিট, হালকা পায়ে খেলতে জানে, ফুটবলের বুনিয়াদী শৈলীটা তাদের ভালোভাবেই রপ্ত, সেই সঙ্গে খেলাটা খানিকটা ফিজিকাল হয়ে পড়লেও তারা ঘাবড়ে যায় না৷ এই ‘নীল দলের' অনভিজ্ঞতার প্রমাণ, তারা শেষ দু'টি খেলাতেই প্রথমে এক গোলে পিছিয়ে পড়ে এবং তার পর ইকোয়ালাইজারের আপ্রাণ প্রচেষ্টায় অনেকটা দম খরচ করে ফেলেছে৷ ফলে আরেকটি অসাবধানতার মুহূর্ত এবং বিপক্ষের আরেকটি গোল৷ এক কথায়, এই ফরাসি দলকে আরো অনেক ঝানু হতে হবে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়