1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সব যুদ্ধাপরাধীর ফাঁসি চাই’

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৮ ফেব্রুয়ারি ২০১৩

জনসমুদ্রে আওয়াজ উঠেছে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করারও৷ আর আহ্বান জানানো হয়েছে জামায়াত-শিবিরকে প্রতিরোধ-বর্জনের জন্য৷ তরুণ প্রজন্মের চেতনা থেকে উঠে আসা এই গণ জাগরণ যেন আরেক একাত্তর৷ আরেক মুক্তিযুদ্ধ৷

https://p.dw.com/p/17ar8
A student from the University of Dhaka shouts a slogan as she attends a mass demonstration at Shahbagh intersection, demanding capital punishment for Bangladesh's Jamaat-e-Islami senior leader Abdul Quader Mollah, after a war crimes tribunal sentenced him to life imprisonment, in Dhaka February 8, 2013. More than fifty thousands of protesters rallied in cities across Bangladesh for a fourth day on Friday to demand the execution of an Islamist leader sentenced to life in prison for war crimes committed during the 1971 independence conflict. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: POLITICS CIVIL UNREST EDUCATION)
ছবি: Reuters

বিকেল ৩টায় ছিল মহাসমাবেশ৷ কিন্তু সকাল থেকেই সব শ্রেণি, পেশা আর বয়সের মানুষ আসতে থাকেন শাহবাগে৷ ৩টার মধ্যেই শাগবাগ জনমুদ্রে পরিণত হয়৷ চার দিকের সড়ক বিস্তৃত হয় বহুদূর র্পযন্ত৷ রূপসী বাংলা হোটেল, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, টিএসসি এবং এলিফেন্ট রোড পর্যন্ত লোকে লোকারণ্য হয়৷

সমাবেশে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, ছাত্র, শিক্ষক, তরুণ, শিশু সবাই অংশ নেন৷ তাঁরা আওয়াজ তোলেন যুদ্ধাপরাধীদের ফাঁসি ছাড়া ঘরে ফিরবেন না৷ এক্ষেত্রে প্রয়োজনে ট্রাইবুনালের আইনও সংশোধন করতে হবে৷

বক্তারা এই আন্দোলনকে অভিহিত করেন নবজাগরণ হিসেবে৷ তাঁরা বলেন, এটি হলো তরুণ প্রজন্মের আরেক মুক্তিযুদ্ধ৷

সমাবেশে এই আন্দোলনের সূচনাকারীদের পক্ষে ঘোষণা পাঠ করেন ব্লগার ইমরান আহমেদ৷ যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়৷

আহবান জানানো হয় জামায়াতের সব ধরণের প্রতিষ্ঠান বর্জনেরও৷ আর তারুণ্যের এই জমায়েত দাবি পূরণ না হওয়া পর্যন্ত অব্যাহত রাখার ঘোষণে দেয়া হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য