1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লন্ডন অলিম্পিকের আর মাত্র ছ’মাস

২৮ জানুয়ারি ২০১২

স্লামডগ মিলিওনেয়ার খ্যাত পরিচালক ড্যানি বয়েল উদ্বোধনী অনুষ্ঠান কেমন হবে, তার একটা আভাস দিয়েছেন৷ ওদিকে অলিম্পিক ভিলেজের চাবি তুলে দেওয়া হয়েছে উদ্যোক্তাদের হাতে৷

https://p.dw.com/p/13sQU
লণ্ডনের অলিম্পিক পার্কছবি: London 2012

বয়েল জানিয়েছেন, অনুষ্ঠানের সূচনাতেই নাকি একটি সুবিশাল ঘণ্টা বাজবে৷ এলাহি অনুষ্ঠান হবে, হাজার হাজার মানুষকে নিয়ে৷ তা'তে নাকি জাতীয় স্বাস্থ্য সেবার প্রতিও শ্রদ্ধা জানানো হবে, কেননা ন্যাশনাল হেল্থ সার্ভিসের চেয়ে বেশি ব্রিটিশ আর কি থাকতে পারে৷

বয়েল যে এই সব খুঁটিনাটির কথা বললেন, সেটাই আশ্চর্য, কেননা অলিম্পিকের সবচেয়ে বড় সিক্রেট হল ঐ উদ্বোধনী অনুষ্ঠান৷ লন্ডন অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানের মটো হল ‘‘আইল অফ ওয়ান্ডার্স'' বা ‘আশ্চর্যের দ্বীপ', অনেকটা মহাকবি উইলিয়াম শেক্সপীয়ারের ‘‘টেমপেস্ট'' নাটকের প্রেরণা নিয়ে৷ সেই সঙ্গে জুটবে পূর্ব লন্ডনের স্ট্র্যাটফোর্ড এলাকার কল-কারখানার স্মৃতি, কেননা অলিম্পিক পার্কের অবস্থিতি ঐ স্ট্র্যাটফোর্ডেই৷

Bildergalerie Olympiade London 2012
অ্যাকুয়াটিক সেন্টারছবি: London 2012

বয়েল সিনেমার গল্প-বলিয়ে৷ তাই তিনি তার উদ্বোধনী অনুষ্ঠানে যতো বেশি সম্ভব ‘‘মানবতা'' রাখতে চান৷ আবার পরোক্ষভাবে বেইজিং অলিম্পিকসের সঙ্গে টক্কর নেওয়ার ইচ্ছেটাও স্বাভাবিক৷ তাই বেইজিং'এর ‘‘পাখির বাসা'' স্টেডিয়ামের পরিবর্তে লন্ডনের ‘‘পোর্সেলেইন বোওল''-এর কথা বললেন বয়েল৷ অর্থাৎ যেন একটা চীনেমাটির পেয়ালা, এ'পাশের মানুষরা ও'পাশের মানুষদের মুখ দেখতে পাবে৷

ঘণ্টা বাজিয়ে অনুষ্ঠান শুরু করার প্রথা তো শেক্সপীয়ারের আমল থেকে চলে আসছে৷ বয়েল তাই দ্বারস্থ হন হোয়াইটচ্যাপেল বেল ফাউন্ড্রি'র৷ ১৫৭০ সালে স্থাপিত এই কারখানাটি সরকারিভাবে ব্রিটেনের প্রাচীনতম কারখানা৷ লন্ডনের বিগ বেনও এখানেই তৈরি হয়েছে৷ সেই হোয়াইটচ্যাপেল থেকেই বয়েল আনাচ্ছেন তার ২৭ টন ওজনের ঘণ্টা৷ ঘণ্টার ওপর খোদাই করা থাকবে শেক্সপীয়ারের টেমপেস্ট নাটকের একটা লাইন, যার অর্থ হল: ‘‘ভয় পেয়ো না৷ এই দ্বীপটা নানা ধরণের আওয়াজে ভরা৷''

সেই সাজ আর আওয়াজেরই কিছু নমুনা দেবেন ড্যানি বয়েল৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য