1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেন্দ্র-তৃণমূল সংঘাত

১৫ মার্চ ২০১২

রেলের যাত্রীভাড়া বাড়ানোর যৌক্তিকতা থেকে নড়ছেন না কেন্দ্রীয় রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী৷ জানালেন, প্রধানমন্ত্রী বা দলীয় নেত্রী বললে তিনি ইস্তফা দিতেও তৈরি৷

https://p.dw.com/p/14L4l
ছবি: Reuters

ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন৷ বাজেট প্রস্তাব পছন্দ না হওয়ায় একজন কেন্দ্রীয় মন্ত্রীকে অপসারণে উদ্যোগী তাঁর দল৷ বৃহস্পতিবারও অবশ্য রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী জানিয়ে দিলেন, দলের মুখ চেয়ে নয়, দেশের কথা ভেবে বাধ্য হয়েই তিনি যাত্রীভাড়া বাড়িয়েছেন৷ কারণ গত আট বছর ধরে ভাড়া না বাড়ানোয় আর্থিক সমস্যায় ধুঁকছিল রেল দপ্তর৷ মুমূর্ষু ভারতীয় রেলকে তিনি আই সি ইউ থেকে উদ্ধার করার চেষ্টা করেছেন মাত্র৷ এ প্রসঙ্গে এদিন রাজ্য বিধানসভা চত্বরে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র মন্তব্য করেন, শুধু রেল দপ্তর নয়, গোটা পশ্চিমবঙ্গ রাজ্যকেই আই সি ইউতে পাঠিয়ে দিতে চান তৃণমূল নেত্রী৷

দীনেশ ত্রিবেদী এদিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী বা তাঁর দলের নেত্রী বললে তিনি ইস্তফা দিতে রাজি৷ কিন্তু রেলমন্ত্রীর উপর মমতা বন্দ্যোপাধ্যায় এতোটাই ক্ষুব্ধ যে, তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে ফ্যাক্স করে দীনেশ ত্রিবেদীকে সরিয়ে, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মুকুল রায়কে তার জায়গায় বসানোর সুপারিশ করেন৷ মুকুল রায়কে এদিন সকালে দিল্লি রওনাও করিয়ে দেওয়া হয়৷ কিন্তু কেন্দ্রীয় সরকার ৩০ মার্চের আগে এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নিতে নারাজ৷ কংগ্রেস-সূত্রে সেকথা তৃণমূল নেত্রীকে জানিয়েও দেওয়া হয়েছে৷

Mamta Banerjee
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ছবি: DW

তার পর তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে এদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ব্যারাকপুরের দলীয় সাংসদ দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে তাঁর নির্বাচনী এলাকাতেই প্রচার করা হবে৷ লোককে বোঝানো হবে, কীভাবে ত্রিবেদী দলীয় নির্দেশ অগ্রাহ্য করে রেলের ভাড়া বাড়িয়েছেন৷ জানা গিয়েছে, মমতা মনে করছেন, তাঁর দলের সাংসদকে দিয়ে ভাড়া বাড়ানো আসলে কংগ্রেসের পরিকল্পিত ছক৷

ভাড়া বাড়ানোর বাজেট প্রস্তাব প্রত্যাহারের দাবিতে তৃণমূল এখনও অনড়৷ কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রনব মুখোপাধ্যায় এদিন সংসদে সাফ জানিয়ে দিয়েছেন, রেল বাজেট কেন্দ্রীয় সরকারের সম্পত্তি৷ সংসদীয় নিয়ম অনুযায়ী, এই বাজেটে প্রধানমন্ত্রী বা সংসদ. কারও অনুমোদনই প্রয়োজন হয় না৷ অর্থমন্ত্রীর একার অনুমোদনই যথেষ্ট৷ অর্থাৎ তৃণমূলের দাবি মেনে রেল বাজেটে যে রদবদল হবে না, সে ইঙ্গিতই দিয়েছেন অর্থমন্ত্রী৷

প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য