1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেকর্ড পরিমাণ গাড়ি বিক্রির ফলে ঢাকায় ভয়াবহ যানজটের আশংকা

হোসাইন আব্দুল হাই২৮ জানুয়ারি ২০০৯

বিশ্ব অর্থনৈতিক মন্দার বছর ২০০৮ সালে বাংলাদেশের রাজধানী ঢাকায় রেকর্ড পরিমাণ গাড়ি বিক্রি হওয়ায় সেখানে তীব্র যানজটের আশংকা করা হচ্ছে৷

https://p.dw.com/p/Ghuq
অধিক গাড়ি বিক্রির এ খবর দেশের জন্য কিছুটা সুখের হলেও পরিবহণ ও নগর উন্নয়ন বিশেষজ্ঞরা প্রায় দেড় কোটি মানুষের এ ঢাকা নগরীতে আরো ভয়াবহ যানজটের আশংকা করছেন৷ (ফাইল ফটো)ছবি: picture-alliance/ dpa

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, গত বছর ঢাকায় নতুন ও রিকন্ডিশন করা ১৪,৯৪৪ টি গাড়ি বিক্রি হয়েছে যা ২০০৭ সালের চেয়ে ৪৬ শতাংশ বেশি৷

এ সপ্তাহে প্রকাশিত পরিসংখ্যান উল্লেখ করে বিআরটিএ-র উপ-পরিচালক সিতাংশু শেখর বিশ্বাস বলেন, ২০০৮ সালে ঢাকায় যে কোন সময়ের চেয়ে বেশি গাড়ি বিক্রি হয়েছে৷ এটা ২০০৬ সালে বিক্রি হওয়া গাড়ির সংখ্যার দ্বিগুণেরও বেশি৷ তিনি জানান, সারাদেশে গাড়ি বিক্রির ৯০ শতাংশই হয়েছে ঢাকায়৷

গাড়ি বিক্রেতারা বলছেন, ২০০৬ সাল থেকে এ খাতে সহজ শর্তে অর্থায়নের সুযোগ সৃষ্টি হওয়ায় গাড়ি বিক্রির রেকর্ড ছাড়িয়ে গেছে৷

নেতৃস্থানীয় গাড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠান হক'স বে এর মালিক আব্দুল হক বলেন, ৯০ শতাংশ গাড়ি বিক্রি হয়েছে বেসরকারী ব্যাংকসমূহের অর্থায়ন সুবিধার মাধ্যমে ৷ সহজ ঋণ সুবিধার কারণেই বর্তমানে মধ্যম আয়ের মানুষও গাড়ি কিনতে পারছে৷

তিনি বলেন, এছাড়াও ব্যাংক এবং বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানসমূহ এদের কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য বিনা সুদে ঋণ প্রদান করছে৷ এর ফলে মাঝ-পর্যায়ের কর্মকর্তারাও গাড়ি কিনতে পারছেন৷

তবে অধিক গাড়ি বিক্রির এ খবর দেশের জন্য কিছুটা সুখের হলেও পরিবহণ ও নগর উন্নয়ন বিশেষজ্ঞরা প্রায় দেড় কোটি মানুষের এ ঢাকা নগরীতে আরো ভয়াবহ যানজটের আশংকা করছেন৷

জাতিসংঘের প্রাক্তন পরিবহণ বিশেষজ্ঞ মোহাম্মদ রহমতুল্লাহ বার্তা সংস্থা এএফপিকে বলেন, গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ার এ চিত্র ঢাকা এবং এর পথচারীদের জন্য একটি ভয়াবহ দুর্ভোগের হাতছানি৷

১৯৭১ সালে স্বাধীনতার সময় ঢাকা যখন বাংলাদেশের রাজধানী হয় তখন এখানে পাঁচ লাখেরও কম মানুষ বাস করতো৷ কিন্তু এখানকার জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে পরিবহণ কাঠামো বেড়ে ওঠেনি৷

রহমতুল্লাহ বলেন, গাড়ি বিক্রির এ বিশাল রেকর্ড রাজধানীতে ইতোমধ্যে প্রভাব ফেলতে শুরু করেছে৷ এখানে যানজট ক্রমশ আরো দীর্ঘ হচ্ছে৷ এখন প্রতিদিন যানজটে আমাদের প্রায় তিন ঘন্টা সময় চলে যায়৷

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বাস, মিনিবাস এবং কারসহ ঢাকায় প্রতিদিন এক লাখ ৭০ হাজার মটর যান চলাচল করে৷ এর সাথে রয়েছে আরো পাঁচ লাখ সাইকেল এবং রিকশা৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম গাড়ি বিক্রির এ বিশাল সংখ্যাকে রীতিমত ভয়াবহ বলে উল্লেখ করেছেন৷ তিনি বলেন, এমনকি ঢাকায় পথচারীদের জন্য যথেষ্ট ফুটপাথও নেই ফলে তাদেরকে কাছাকাছি দূরত্বে যেতেও রিক্সা ভাড়া করতে হয়৷

তিনি মনে করেন, যান চলাচল ব্যবস্থায় বিশৃংখলার হাত থেকে ঢাকা শহর বাঁচাতে সরকারের দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন৷