1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রিপাবলিকানদের প্রার্থী নির্বাচন

৪ জানুয়ারি ২০১২

২০১২ সাল হচ্ছে অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের বছর৷ মূল নির্বাচনের তারিখ নভেম্বরের ৬ হলেও উত্তাপ শুরু হয়ে গেছে৷ চলছে রিপাবলিকান প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া৷ বিস্তারিত জাহিদুল হকের কাছে৷

https://p.dw.com/p/13dkQ
মিট রমনিছবি: Reuters

বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার মুখোমুখি হওয়ার আগে নিজেদের মধ্যে প্রতিযোগিতায় নেমেছেন কয়েকজন রিপাবলিকান৷ মঙ্গলবার ছিল তাদের প্রথম পরীক্ষা৷ কিন্তু দিন শেষে অনেক বিশেষজ্ঞের ধারণা, তাতে জিতেছেন আসলে ওবামা!

বিস্ময়কর হলেও মার্কিন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আইওয়া রাজ্যের ককাসে মিট রমনি বা রিক স্যান্টোরাম নয়, জিতেছে আসলে ডেমোক্রেটরা৷ কারণ রিপাবলিকানরা এতোদিন ধরে ওবামার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে রমনিকেই ভেবে আসছেন৷ কিন্তু দেখা গেল তিনি নিজ দলেরই নিরঙ্কুশ সমর্থন পেতে ব্যর্থ হয়েছেন৷

ফলাফলে দেখা যাচ্ছে, আইওয়াতে জিতেছেন রমনি, কিন্তু সেটা মাত্র আট ভোটের ব্যবধানে৷ অথচ তাঁর চেয়ে অনেক কম ডলার খরচ করেও রমনির ঘাড়ে নিশ্বাস ফেলছেন স্যান্টোরাম৷

USA Präsidentschaftswahlen Vorwahlen Republikaner Rick Santorum
রিক স্যান্টোরামছবি: dapd

আইওয়া ককাসের ফল বেরোনোর পর ডেভিড গ্যারগেনের প্রতিক্রিয়া - আজ রাতটা ডেমোক্র্যাটদের৷ কারণ রিপাবলিকানরা একজন প্রার্থীর পেছনে দাঁড়াতে ব্যর্থ হয়েছেন৷ অভিজ্ঞ গ্যারগেনের এই মন্তব্য ফেলে দেয়ার নয়৷ কেননা তিনি এ পর্যন্ত দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবলিকান প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন৷

তবে রিপাবলিকানদের দিক থেকে বিবেচনা করলে বলা যায়, তাদের হাতে এখনো সময় আছে৷ কেননা উত্তাপ তো কেবল শুরু৷ চলবে আগষ্ট পর্যন্ত৷ সেসময় ওবামার বিপক্ষে লড়ার জন্য একজন প্রার্থী নির্দিষ্ট করবেন দলের সদস্যরা৷ এর আগে প্রতিটি অঙ্গরাজ্যে হবে ককাস৷ পরবর্তীটা হবে এ মাসেরই ১০ তারিখে৷ নিউ হ্যাম্পশায়ারে৷ এরপর সাউথ ক্যারোলাইনা ও ফ্লোরিডায়৷

এদিকে প্রেসিডেন্ট ওবামা আসন্ন নির্বাচনকে সামনে রেখে বড় লড়াইয়ের জন্য ডেমোক্রেটিক দলের সমর্থকদের চাঙা হওয়ার আহ্বান জানিয়েছেন৷

উল্লেখ্য, ৬৪ বছর বয়সি রমনি একজন সফল ব্যবসায়ী৷ এটাকে তাঁর একটা অন্যতম যোগ্যতা হিসেবে তুলে ধরছেন তাঁর সমর্থকরা৷ ভোটারদের তাঁরা বলছেন, ব্যবসায়ী হিসেবে রমনি যেটাতেই হাত দিয়েছেন সেটাতেই সফল হয়েছেন৷ ম্যাসাচুসেটস রাজ্যের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন রমনি৷ ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্যও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি৷ কিন্তু শেষ পর্যন্ত জন ম্যাককেইনের কাছে হেরে যান৷ প্রেসিডেন্ট হলে কর ও সরকারি ব্যয় কমানোর অঙ্গীকার করেছেন রমনি৷

অন্যদিকে, ৫৪ বছর বয়সি স্যান্টোরাম পেশায় একজন আইনজীবী৷ এছাড়া তিনি পেনসিলভ্যানিয়া থেকে সেনেটর নির্বাচিত হয়েছিলেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য