1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া সংকট

২৪ জুলাই ২০১২

সিরিয়ার বিদ্রোহীরা দাবি করেছে, সরকারি সেনারা সেদেশের সীমান্ত সংলগ্ন বিভিন্ন বিমানবন্দরে রাসায়নিক অস্ত্র সরিয়ে নিচ্ছে৷ মাত্র একদিন আগে সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করে, সেদেশের কাছে রাসায়নিক এবং জীবাণু অস্ত্র রয়েছে৷

https://p.dw.com/p/15dsq
Source News Feed: EMEA Picture Service ,Germany Picture Service Syria's Foreign Ministry Spokesman Jihad Makdissi speaks during a news conference in Damascus July 23, 2012. Syria will only use its chemical weapons if it faces "external aggression", but will never use them against its civilians, the country's foreign ministry spokesman said on Monday. REUTERS/Stringer (SYRIA - Tags: POLITICS CIVIL UNREST)
ছবি: Reuters

সিরিয়ার কাছে রাসায়নিক এবং জীবাণু অস্ত্র রয়েছে -- পশ্চিমাদের এই অভিযোগ বহুদিনের৷ কিন্তু সিরিয়া সরকার এই বিষয়টি এতদিন স্বীকার করেনি৷ তবে দেশটি স্বাক্ষর করেনি ১৯৯২ সালের রাসায়নিক অস্ত্র উৎপাদন ও মজুদবিরোধী আন্তর্জাতিক বিধিতেও৷ তাই সিরিয়ার কাছে এধরনের অস্ত্র থাকার বিষয়ে সন্দেহ ছিল প্রবল৷

সোমবার এই সন্দেহ সত্য হয়েছে৷ সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিহাদ মাকদেসি জানিয়েছেন, সেদেশের অস্ত্রভাণ্ডারে থাকা রাসায়নিক এবং জীবাণু অস্ত্র অভ্যন্তরীণ সহিংসতা নিরসনে ব্যবহার করা হবে না৷ তিনি বলেন, ‘‘এই অস্ত্রের যে মজুদ সিরিয়া সরকার প্রদর্শন করছে, তা সিরিয়ার সেনাবাহিনীর পর্যবেক্ষণ এবং পাহারায় রয়েছে৷ এগুলো শুধুমাত্র সিরিয়ার উপর বিদেশি আগ্রাসন প্রতিরোধের জন্য ব্যবহার করতে তৈরি করা হয়েছে৷''

বলাবাহুল্য, সিরিয়ার কাছে জীবাণু অস্ত্র থাকার এই খবরে উদ্বিগ্ন পশ্চিমা সমাজ৷ এই অস্ত্র ব্যবহারের মতো ‘মর্মান্তিক ভুল' করা থেকে বিরত থাকতে সেদেশকে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরোঁ ফাবিয়ুস জানিয়েছেন, রাসায়নিক অস্ত্রের যেকোন ধরনের ব্যবহার অগ্রহণযোগ্য৷

এদিকে, সিরিয়ার বিরোধীপক্ষের সামরিক শাখা ফ্রি সিরিয়ান আর্মি বা এফএসএ'এর মুখপাত্র ব্রিগেডিয়ার কাসেম সাঈদিন জানিয়েছে, ‘‘আমাদের কাছে নিশ্চিত তথ্য রয়েছে, জীবাণু অস্ত্রগুলো সিরিয়া সীমান্তসংলগ্ন বিমানবন্দরগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে৷'' আন্তর্জাতিক গোষ্ঠীকে চাপে ফেলতে সিরিয়া সরকার এসব অস্ত্র সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছে বলেও মনে করছে এফএসএ৷

দামেস্ক অবশ্য রাসায়নিক অস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হবে না বলে জানিয়েছে৷ সিরিয়ায় সহিংসতা শুরুর পর এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ইসরায়েল৷ সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন মঙ্গলবার মাকদেসির একটি নতুন বিবৃতি প্রকাশ শুরু করেছে৷ সেখানে তিনি বলেছেন, ‘‘সিরিয়া কখনোই রাসায়নিক এবং জীবাণু অস্ত্র ব্যবহার করবে না৷ এবং এধরনের অস্ত্র যদি থেকে থাকে, তবে তাদের পক্ষে এটাই স্বাভাবিক যে সেগুলো নিরাপদে সংরক্ষণ করা হবে৷''

জীবাণু অস্ত্র নিয়ে এত বিতর্কের মাঝেও সেদেশে সহিংসতা থেমে নেই৷ সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর কারাগারে বিদ্রোহের ঘটনায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৮ ব্যক্তি৷ সিরিয়ার বিদ্রোহী পক্ষ দাবি করেছে, আলেপ্পোর বেশ কয়েকটি জেলা দখল করেছে নিয়েছে তারা৷

এআই / ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য