1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালিতে রাজনৈতিক অচলাবস্থা

২৬ ফেব্রুয়ারি ২০১৩

বের্লুস্কোনি ফিরলেন, আবার ফিরলেন না’ও বটে৷ ক্যানাডা থেকে আসা কৌতুকাভিনেতা বেপ্পে গ্রিল্লো’র ‘ফাইভ স্টার’ আন্দোলন সবাইকে চমকে দিল৷ মধ্য-বাম জোট সংসদের নিম্নকক্ষে জিতলেও সেনেট তাদের নিয়ন্ত্রণে নেই৷

https://p.dw.com/p/17lph
A woman casts her vote at a polling station in Piacenza, February 24, 2013. Italians began voting on Sunday in one of the most closely watched elections in years, with markets nervous about whether it can produce a strong government to pull Italy out of recession and help resolve the euro zone debt crisis. REUTERS/Paolo Bona (ITALY - Tags: POLITICS ELECTIONS)
Wahl in Italien 2013ছবি: Reuters

কমিক স্টার বেপ্পে গ্রিল্লো'র পাঁচতারা আন্দোলন যে সর্বাপেক্ষা শক্তিশালী দল হবে, তা কে ভাবতে পেরেছিল? অপরদিকে কোনো গোষ্ঠীই সংসদে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি৷ রোমের ইল মেসাজেরো পত্রিকা শীর্ষক করেছে: ‘‘বিজয়ী হল অরাজকতা’’৷

পিয়ের লুইজি বেরসানি'র নেতৃত্বাধীন মধ্য-বাম জোট সংসদের নিম্নকক্ষে জিতেছে মাত্র এক লাখ পঁচিশ হাজার ভোটে৷ তবে তাদের সেখানে সংখ্যাগরিষ্ঠতা থাকবে বৃহত্তম দল হিসেবে বেশ কিছু অতিরিক্ত আসন পাওয়ার কারণে৷

সংসদের উচ্চকক্ষে বা সেনেটে মধ্য-বাম জোটের ১১৯টা আসন পাওয়ার কথা, মধ্য-ডান জোটের ১১৭৷ সেনেটে আসনগুলো বণ্টন হয় অঞ্চলের ভিত্তিতে৷ সেনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৫৮টি আসনের প্রয়োজন৷

Former PM Berlusconi smiles as he casts his vote at the polling station in Milan Former Prime Minister Silvio Berlusconi smiles as he casts his vote at the polling station in Milan, February 24, 2013. Italians began voting on Sunday in one of the most closely watched elections in years, with markets nervous about whether it can produce a strong government to pull Italy out of recession and help resolve the euro zone debt crisis. REUTERS/Stefano Rellandini (ITALY - Tags: POLITICS ELECTIONS)
সিলভিও বের্লুস্কোনিছবি: REUTERS

আসল সমস্যা হল, আইন প্রণয়নের জন্য সংসদের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা থাকা চাই৷ কাজেই বেরসানি ‘‘জিত'' সত্ত্বেও ‘‘একটি খুব নাজুক পরিস্থিতি''-র কথা বলেছেন৷ কৌতুকাভিনেতা থেকে রাজনীতিক হওয়া গ্রিল্লো আগেই বলেছেন, তিনি কোনো দলের সঙ্গে জোটে যাবেন না৷ সিলভিও বের্লুস্কোনি'র মধ্য-ডান জোটও বেরসানি শিবিরের সঙ্গে আলাপ-আলোচনার কোনো উৎসাহ দেখাচ্ছে না, বরং নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করার হুমকি দিয়েছে৷

বলতে কি, গ্রিল্লো'র প্রতিপক্ষরা কেউই এ'ধরণের একটি ‘‘নন-পার্টি'' বা অ-রাজনৈতিক দল যে বিশেষ করে তরুণ ভোটারদের কাছে কতোটা আকর্ষণীয় হতে পারে, তা বুঝে উঠতে পারেনি৷ ইটালির এই ‘‘হতাশ প্রজন্ম'' এখন চাকরি খোঁজা নিয়ে, তাদের নিজেদের ভবিষ্যতের শঙ্কা নিয়ে ব্যস্ত৷ তারাই সংসদের নিম্নকক্ষে গ্রিল্লো'র পাঁচতারা আন্দোলনকে ২৫ দশমিক ৫ শতাংশ ভোট এনে দিয়েছে, অর্থাৎ বেরসানি'র ডেমক্র্যাটিক পার্টির চেয়ে প্রায় এক শতাংশ বেশি৷ বেরসানির গণতান্ত্রিক দলের জোট সহযোগী ছিল বামপন্থি এসইএল দল৷ অন্যভাবে বলতে গেলে, গ্রিল্লো'র দল পেয়েছে সর্বসাকুল্যে ৮৭ লক্ষ ভোট, যা কিনা অন্য যে কোনো দলের চেয়ে বেশি৷

A topless feminist is arrested by riot policemen outside the polling xtation where former Prime Minister Silvio Berlusconi casted his ballot on February 24, 2013 in Milan. Three topless feminists lunged at Italy's Silvio Berlusconi as he arrived at a polling station in Milan to vote in a general election on Sunday. The women had the slogan "Basta Berlusconi" scrawled on their backs. AFP PHOTO / GIUSEPPE CACACE (Photo credit should read GIUSEPPE CACACE,GIUSEPPE CACACE/AFP/Getty Images)
বের্লুস্কোনির বিরুদ্ধে এক নারীর প্রতিবাদছবি: Giuseppe Cacace/AFP/Getty Images

ওদিকে বিদায়ী প্রধানমন্ত্রী মারিও মন্টি, যাঁর মধ্যপন্থি জোট মাত্র দশ শতাংশ ভোট পেয়েছে, তিনি ব্যয়সংকোচের নীতি নিয়ে ইটালির অর্থনীতিকে সামাল দিচ্ছিলেন এবং ইইউ সহযোগীদের সমর্থন পাচ্ছিলেন৷

বের্লুস্কোনি এবার হঠাৎ তাঁর সুর বদলে আভাস দিয়েছেন যে, তিনি বেরসানির মধ্য-বাম জোটের সঙ্গে জোট সরকার গঠনের কথা ভাবতেও পারেন৷ তার কারণ হিসেবে বের্লুস্কোনি একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, ‘‘ইটালিকে অরাজক অবস্থায় ফেলে রাখলে চলবে না৷ আমাদের ভাবতে হবে৷’’ অপরদিকে তিনি মন্টির জোটের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেছেন৷

এসি / জেডএইচ (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য