1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গভর্নরকে আটক করলো বিদ্রোহীরা

৫ মার্চ ২০১৩

প্রায় দু বছর ধরে সিরিয়ায় চলছে আসাদের অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের যুদ্ধ৷ তবে বিদ্রোহীরা সবচেয়ে বড় সাফল্য পেলো এতদিনে৷ রাকা রাজ্য দখল করেছে তাঁরা৷ আটক করেছে গভর্নরকে৷

https://p.dw.com/p/17qXe

দু বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে সিরিয়ায়৷ শুরু থেকেই চলছে মৃত্যুর মিছিল৷ জাতিসংঘের সর্বশেষ হিসেব অনুযায়ী এ যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে মারা গেছে ৭০ হাজার মানুষ৷ মৃতের সংখ্যা বাড়তে থাকলেও প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করে ক্ষমতা দখল করা, তারপর সিরিয়ায় পরিবর্তন আনার লক্ষ্যের পথে খুব বড় সাফল্য বিদ্রোহীরা এতদিন পায়নি বললেই চলে৷ মঙ্গলবার পেলো৷ উত্তরের রাজ্য রাকা শুধু বিদ্রোহীরা দখলই করেনি, রাজ্যের গভর্নর হাসান জলিলি এবং সুলেইমান সুলেইমানকেও করেছে আটক৷ ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজরভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে এ খবর৷ বিদ্রোহীদের অপেশাদার হাতে করা একটা ভিডিও টেপ হাতে পেয়েছে তারা৷ সেখানে দেখা যাচ্ছে, গভর্নরকে ঘিরে বসে আছে বিদ্রোহীরা৷ এক বিদ্রোহী বলছেন, ‘‘আমরা চাই অপশাসনের অবসান৷''

A rebel fighter shoots towards Syrian government forces through a hole on the wall of a flat in the Salaheddine neighbourhood of Aleppo on February 16, 2013. More than 300 people were abducted by armed groups in northwestern Syria over two days in an unprecedented string of sectarian kidnappings, a watchdog and residents said. AFP PHOTO/BULENT KILIC (Photo credit should read BULENT KILIC/AFP/Getty Images)
সিরিয়ায় লড়ছেন বিদ্রোহীরাছবি: Bulent Kilic/AFP/Getty Images

সিরিয়ান অবজরভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদেল রহমান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘‘বিদ্রোহীরা এর আগে এত বড় কোনো কর্মকর্তাকে আটক করেনি৷ গভর্নরের দুর্নীতির জন্য রাকা অনেক ভুগেছে৷'' তবে প্রেসিডেন্ট আসাদ এরই মাঝে করে চলেছেন যুদ্ধে বিজয়ী হওয়ার দাবি৷ তাঁর দাবি,‘‘সিরিয়ার বিরুদ্ধে সব ষড়যন্ত্র শেষ হতে চলেছে৷'' মঙ্গলবার লেবাননের দৈনিক আল আখবারে প্রকাশিত এক খবরে ছাপা হয়েছে আসাদের এই বক্তব্য৷

এদিকে রাকা বিদ্রোহীরা দখলে নিলেও আসাদের অনুগত বাহিনী তা পুনর্দখলের চেষ্টা শুরু করছে৷ সেখানে নতুন করে সেনা দল পাঠানো হচ্ছে বলে জানিয়েছে সিরিয়ান অবজরভেটরি ফর হিউম্যান রাইটস৷ যুদ্ধ শুরুর আগে রাকা রাজ্যের জনসংখ্যা ছিল ২ লাখ চল্লিশ হাজারের মতো৷ যুদ্ধ শুরুর পর প্রাণ বাঁচাতে রাজ্য ছেড়ে গেছেন ৮০ হাজার মানুষ৷ এখনো রাজ্য ছাড়ছেন অনেকেই৷ মৃতের সংখ্যাও বাড়ছে প্রতিদিন৷

যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে, জানমালের ক্ষতি বাড়ছে৷ যুদ্ধ তাড়াতাড়ি শেষ করতে অস্ত্র সাহায্য দাবি করে আসছে বিদ্রোহীরা৷ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি এমন সম্ভাবনা আবারো নাকচ করে দিয়েছেন৷ পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এই প্রথম উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সফর করছেন তিনি৷ সৌদি আরব সফরের সময় রিয়াধে তিনি বলেছেন, বিদ্রোহীদের অন্য ধরনের সহায়তা দিলেও অস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র৷ প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেছেন তিনি৷ অনির্ধারিত এ বৈঠকে যোগ দিতে কোনো ঘোষণা ছাড়াই রিয়াদে গিয়েছেন আব্বাস৷

এসিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য