1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে মানবাধিকার লংঘন

২৪ মে ২০১২

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এবারের রিপোর্ট ‘নিকৃষ্ট’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান৷ তিনি বলেন, গত এক বছরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমে এলেও তার উল্লেখ নেই রিপোর্টে৷

https://p.dw.com/p/1522y

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে বলা হয়েছে, গত বছর ব়্যাবের হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ৫৪টি৷ আর ব়্যাব প্রতিষ্ঠার পর থেকে এই সংখ্যা সাতশো'রও বেশি৷ পুলিশ হেফাজতে মারা গেছে ৩ জন৷ সরকার এর জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করার কথা বললেও বছর শেষে করোরই বিচার হয়নি৷ অ্যামনেস্টি বলছে, সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের কথা বললেও তা বন্ধ হচ্ছেনা৷

Dhaka Bangladesch 13 von 19
ব়্যাবের কয়েকজন সদস্যছবি: DW/Harun Ur Rashid Swapan

রিপোর্টে নারীর প্রতি সহিংসতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ আর বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের জীবন ও সম্পত্তি রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হয়েছে৷ বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান এই রিপোর্টকে একপেশে বলে মন্তব্য করেছেন৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে মানবাধিকার কমিশনও সোচ্চার৷ তবে গত এক বছরে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমেছে, তা রিপোর্টে বলা হয়নি৷

তিনি অ্যামনেস্টির রিপোর্ট উদ্ধৃত করে বলেন, তারা বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালে অভিযুক্তদের ন্যায়বিচার পাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছে৷ তাদের এই সন্দেহ অমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত৷

বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই রিপোর্টের প্রতিবাদ বা রিপোর্টকে চ্যালেঞ্জ করবে কিনা জানতে চাইলে ড. মিজান বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে এত গুরুত্ব দেয়ার কিছু নেই৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন