1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যাচ পাতানোর অভিযোগ ‘ভিত্তিহীন’

১১ অক্টোবর ২০১১

অস্ট্রেলিয়ার ক্রিকেট প্রধান জেমস সুদারল্যান্ড মঙ্গলবার জানিয়েছেন, লন্ডনের আদালতে ম্যাচ পাতানোর বিষয়ে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের দিকে যে ইঙ্গিত করা হয়েছে, তা ভিত্তিহীন৷

https://p.dw.com/p/12qA0
Pakistan's Salman Butt, left, breaks the wicket to run out England's Matt Prior during the second day of the first cricket test match at the Trent Bridge cricket ground, Nottingham, England, Friday, July 30, 2010. (AP Photo/Tom Hevezi)
যেই ম্যাচ নিয়ে চলে আসছে পাতানো খেলার কেলেঙ্কারি আর অভিযোগ (ফাইল ছবি)ছবি: ap

জেমস বলেন, এমন একজন ব্যক্তি এই ইঙ্গিত দিচ্ছেন, যাঁর নিজের অবস্থানই সন্দেহজনক৷ রুপার্ট মার্ডকের সদ্যবিলুপ্ত সাপ্তাহিক ‘নিউজ অব দ্যা ওয়ার্ল্ড'-এর অনুসন্ধানী সম্পাদক মাজহার মাহমুদ লন্ডনের একটি আদালতে কিছু তথ্যপ্রমাণ হাজির করেন, যেখানে অস্ট্রেলীয় ক্রিকেটারদের নামও জড়িয়ে আছে৷ পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট এবং ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ-এর বিরুদ্ধে আনা ম্যাচপাতানোর অভিযোগের বিষয়ে সাক্ষ্য দিতে আদালতে হাজির হন সাংবাদিক মাজহার মাহমুদ৷

ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত এজেন্ট মাজহার মাজেদ-এর কিছু বক্তব্য গোপনে রেকর্ড করেছিলেন মাহমুদ৷ এতে এজেন্ট মাজহার অস্ট্রেলীয় কয়েক খেলোয়াড়সহ পাকিস্তান ক্রিকেট দলের বড়মাপের খেলোয়াড়দের কথা বলেন, যাঁরা ম্যাচ পাতানোর জন্য প্রস্তুত ছিলেন৷ সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে এই রেকর্ডিং বাজানো হয়৷ অস্ট্রেলীয় ক্রিকেট প্রধান অবশ্য জানান যে, মাজেদ-এর সততা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে৷

Former Pakistani cricket captain Salman Butt arrives from Doha, Qatar at Lahore airport, Pakistan, Thursday, Jan. 13, 2011. (AP Photo/K.M. Chaudary) *** Pakistani cricket player Mohammad Asif arrives from Doha, Qatar at Lahore airport on Thursday, Jan. 13, 2011 in Pakistan. (AP Photo/K.M.Chaudary)*** Pakistani cricket player Mohammad Amir, center, flanked by supporters, arrives from Doha, Qatar at Lahore airport, Pakistan, Thursday, Jan. 13, 2011. The International Cricket Council (ICC), reserved its ruling on spot fixing on Tuesday, delaying the fate of Pakistani cricketers Salman Butt, Mohammad Asif and Mohammad Amir till Feb. 5, 2011. (AP Photo/K.M. Chaudary)
সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির (ফাইল ছবি)ছবি: AP

একটি গাড়ির মধ্যে গোপনে মাজেদ-এর কথোপকথন ভিডিও করেন সাংবাদিক মাজহার৷ সেসময় একটি ম্যাচে নির্দিষ্ট দু'টি নো-বল করানোর প্রতিশ্রুতি দেন মাজেদ আর প্রতিটি নো-বলের জন্য ১০,০০০ পাউন্ড খরচ হবে বলেও জানান তিনি৷ মাজেদ বলেন, ভবিষ্যতে এভাবে ম্যাচ পাতাতে চাইলে জামানত হিসেবে দেড় লাখ পাউন্ড দিতে হবে৷

গত বছরের ১৮ আগস্ট পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট ম্যাচের প্রথমদিনে ঐ ভিডিওটি হাতে আসে সাংবাদিক মাজহার-এর৷ তিনি অবশ্য মাজেদ-এর সঙ্গে একজন ভারতীয় ব্যবসায়ী হিসেবে নিজের পরিচয় দিয়ে যোগাযোগ করেন৷ ম্যাচপাতানোর বিষয়ে মাজহার-এর সেই প্রতিবেদন সারা বিশ্বে আলোড়ন তোলে৷

আদালতে অভিযোক্তারা অভিযোগ করেন, বাট এবং আসিফ ম্যাচ পাতানোর অংশ হিসেবে নো-বল করেছিলেন৷ তবে, বাট এবং আসিফ ম্যাচপাতানোর অংশ হিসেবে নো-বল করার বিষয়টি অস্বীকার করেছেন৷

মাজেদ সেসময় আরো জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা খেলার নির্দিষ্ট কিছু অংশে ম্যাচ পাতাতে প্রস্তুত৷ প্রতিটি অংশের জন্য পঞ্চাশ হাজার থেকে আশি হাজার পাউন্ড খরচ হবে৷ এছাড়া টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচের ফলাফল পাতাতে চার লাখ পাউন্ড এবং টেস্ট ম্যাচের ক্ষেত্রে অবস্থা অনুযায়ী দশ লাখ পাউন্ড পর্যন্ত খরচ হতে পারে বলেও দাবি করেন মাজেদ৷

এসব বক্তব্যের পরও অবশ্য অস্ট্রেলীয় ক্রিকেট প্রধানের মন্তব্য, তাঁর খেলোয়াড়দের বিরুদ্ধে অন্যায়ভাবে কুৎসা রটানো হয়েছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান