1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাওয়ার স্থাপনে নিয়ন্ত্রণ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৯ অক্টোবর ২০১২

যেখানে সেখানে মোবাইল ফোনের টাওয়ার স্থাপন করায় পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা৷ পরিবেশ মন্ত্রণালয়ও উদ্বিগ্ন৷ টাওয়ারের বিকিরণ কিভাবে কমিয়ে আনা যায় তা নিয়ে কাজ শুরু করছেন তাঁরা৷

https://p.dw.com/p/16SOn
বাংলাদেশে ৬টি মোবাইল ফোন অপারেটরের এখন গ্রাহক ৯ কোটি ৫৫ লাখ
ছবি: AP

বাংলাদেশে ৬টি মোবাইল ফোন অপারেটরের এখন গ্রাহক ৯ কোটি ৫৫ লাখ৷ গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দিতে কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত বিস্তৃত হয়েছে অপারেটরগুলোর বেস টাওয়ার৷ তাই সব মিলিয়ে সারা দেশে টাওয়ারের সংখ্যা এখন ৩০ হাজার৷ কিন্তু এসব টাওয়ারের অধিকাংশই বসানো হচ্ছে বাসা-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের ছাদে৷ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য তা ক্ষতিকর বলে এর বিরোধিতা করছেন বিশেষজ্ঞরা৷ পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদ টাওয়ারের রেডিয়েশেনের ক্ষতির কথা স্বীকার করে তা কমিয়ে আনার পরিকল্পনা আছে বলে ডয়চে ভেলেকে জানান৷ তবে তিনি সঙ্গে এ-ও জানান, এখনো বাংলাদেশে মোবাইল ফোনের টাওয়ার স্থাপনে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেয়া বাধ্যতামূলক নয়৷

তিনি জানান, পরিবেশ অধিদপ্তর টাওয়ারের রেডিয়েশনের ক্ষতিকর প্রভাব নিয়ে একটি বিস্তারিত জরিপ চালাবে৷

এদিকে রাজধানী ঢাকার বিভিন্ন ভবনের ছাদ প্রায় টাওয়ারের জঙ্গলে পরিণত হয়েছে৷ তবে এ ব্যাপারে নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তুপক্ষ, রাজউক৷ সংস্থার চেয়ারম্যান মো. নূরুল হুদা ডয়চে ভেলেকে জানান, তাঁরাও একটি জরিপ করবেন, দেখবেন এসব টাওয়ার পরিবেশ ও স্বাস্থ্যের কী ক্ষতি করছে৷ অবশ্য এ বিষয়ে ইতিমধ্যে নতুন বিধিমালা প্রণয়নের কাজও শুরু হয়েছে৷ রাজউকের অনুমতি ছাড়া ঢাকায় কোনো ভবনের ছাদে আর মোবাইল ফোনের টাওয়ার বসানো যাবেনা৷

পরিবেশ ও বন মন্ত্রী এবং রাজউক চেয়ারম্যান বলেছেন, তাঁরা দুজনই টাওয়ার স্থাপনে পরিবেশ ও স্বাস্থ্যবান্ধব নীতিমালা প্রণয়নের পক্ষে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য