1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেসির সামনে রেকর্ডের দিকে এগোনোর আরেকটি সুযোগ

১৬ নভেম্বর ২০১২

আগের ম্যাচে মেসি কেন গোল পাননি এটা শুধু তাঁর সমর্থকদের আফসোস নয়, রেয়াল সারাগোসার দুশ্চিন্তাও৷ পেলে শনিবারের ম্যাচে একটু হলেও তো হালকা থাকা যেতো!

https://p.dw.com/p/16kMC
ছবি: picture-alliance/dpa

লিওনেল মেসির প্রতিপক্ষ দল হয়ে হালকা বোধ করা আজকাল অবশ্য প্রায় অসম্ভব৷ হ্যাঁ, মেসি যদি আর্জেন্টিনার জার্সি গায়ে নামেন, তাহলে ভয় অনেক কম৷ আলবিসেলেস্তেদের হয়ে তিনি ততটা বিপজ্জনক নন এটা কে না জানে! গত বুধবারও তো দেখা গেল সেই ঘটনা৷ দু বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার তুলনায় একেবারে দুর্বল সৌদি আরবের বিপক্ষেও গোল পাননি মেসি৷ ম্যাচ ড্র, ফলাফল আর্জেন্টিনা ০ - সৌদি আরব ০৷ এ ফলাফল মেসিও মানতে পারছিলেন না৷ ম্যাচ শেষে তাই চরম বলেছেন, ‘‘আজ রাতে যা হলো তাতে আমি খুব বিরক্ত৷ এভাবে আমরা বছর শেষ করতে চাইনি৷ আজ আমাদের জেতা উচিত ছিল, কিন্তু পারলাম না৷ এটা খুবই হতাশার৷ আমাদের জন্য তো প্রীতি ম্যাচও গুরুত্বপূর্ণ৷ আজ অবশ্যই জেতা উচিত ছিল৷''

Flash-Galerie 65.Geburtstag der Fußballlegende Gerd Müller
১৯৬৯ সালে তোলা জার্মান ফুটবল তারকা গ্যার্ড ম্যুলার’এর ছবিছবি: AP

নিজে গোল পাননি, আর্জেন্টিনাও জেতেনি- এই দুটো হতাশা নিয়েই মেসি ফিরেছেন স্পেনে৷ ফেরার পর শনিবারই তাঁর প্রথম ম্যাচ৷ সেখানে বার্সেলোনার প্রতিপক্ষ রেয়াল সারাগোসা৷ বার্সার হয়ে মেসির পারফরম্যান্স এমনিতেই মার-মার-কাট-কাট৷ সুবাদে ১৫ গোল নিয়ে এখন তিনি লিগের সর্বোচ্চ স্কোরারদের তালিকার শীর্ষে৷ শনিবারের ম্যাচে গ্যার্ড ম্যুলারের এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড তাড়া করাও হবে বাড়তি প্রেরণা৷ সারাগোসা দুশ্চিন্তায় না থেকে পারে!

এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি এখনো জার্মান কিংবদন্তি গ্যার্ড ম্যুলারের৷ জার্মানির জাতীয় দল আর বায়ার্ন মিউনিখের হয়ে মৌসুমে ৮৫টি গোল করেছিলেন তিনি ৪০ বছর আগে, অর্থাৎ ১৯৭২ সালে৷ সে আমলে তো এখনকার মতো এত এত ম্যাচ খেলার সুযোগ ছিল না, ম্যুলারের রেকর্ডটি তাই অবিশ্বাস্য৷ সেই রেকর্ড ভাঙার খুব কাছে চলে এসেছেন লিওনেল মেসি৷ ক'দিন আগেই পেলে'র ৭৫ গোলের রেকর্ড ভেঙেছেন তিনি৷ আর্জেন্টিনা আর বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে এরই মধ্যে মোট ৭৬ গোল করে ফেলেছেন ‘খুদে জাদুকর'৷ শনিবারের ম্যাচে ম্যুলারের সঙ্গে ব্যবধান যতটা সম্ভব কমানোর চেষ্টা করবেন এটাই স্বাভাবিক৷ রেয়াল সারাগোসার জন্য এটাই সবচেয়ে বড় দুশ্চিন্তা৷ পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সেলোনা৷ দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে ৩ আর তৃতীয় স্থানে থাকা রেয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে তারা৷ শনিবার মেসি গোল পেলে বার্সার পোয়াবারো আর রেয়াল সারাগোসার নির্ঘাত সর্বনাশ৷

এসিবি/এসবি  (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য