1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেসির জাদু আর মারাদোনার স্মৃতি

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়২৩ আগস্ট ২০০৮

মিলনমেলা ভেঙে যাবে আজ, রবিবার৷ আবার অপেক্ষা চারটি বছর৷ তবে অলিম্পিকের আয়োজক দেশ হিসাবে সফল চীন আয়োজনে আর খেলার মাঠে, সর্বত্র৷

https://p.dw.com/p/F3iS
মাঠে নামেননি, তবুও মারাদোনাই আর্জেন্টিনার প্রেরণাস্তম্ভ, আজওছবি: AP

ব্রাজিলের যেন দুর্দশা চলছে৷ বিশ্বকাপ ফুটবলে তারা পিছিয়ে গেল ২০০৬-এ জার্মানীতে৷ আর বেইজিং অলিম্পিকটাও বৃথাই গেল পেলের দেশের৷ সেমিফাইনালেই তারা ছিটকে গেছে৷ শনিবারে অলিম্পিক ফুটবলের ফাইনালে ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনার দেশ আর্জেন্টিনা সোনার পদক জিতে নিল নাইজিরিয়াকে ১-০ গোলে পরাজিত করে৷ এই বিজয় আবারও স্মৃতিতে এনে দিয়ে গেল মারাদোনাকেই৷ কারণ শনিবার আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড লিয়োনেল মেসি মিডফিল্ডার ফাবিয়ানো মারিয়াকে যে অসাধারণ নিখুঁত থ্রু বাড়ালেন, তার থেকেই ৫৮ মিনিটে চলে এল ম্যাচের একটিমাত্র গোল৷ মেসির ওই থ্রু ফুটবলমোদী দর্শককে মনে করিয়ে দিয়ে গেল, ১৯৮৬ আর ৯০-এর অলিম্পিক ফুটবল ফাইনাল৷ ৮৬ তে সাবেক পশ্চিম জার্মানীর বিরুদ্ধে আর্জেন্টিনার তিন নম্বর গোলটির রূপকার ছিলেন মারাদোনা ৷ তাঁর বাড়ানো নিখুঁত থ্রু থেকেই তেকাঠির ভিতরে সেদিন বল ঠেলেন বুরুচাগা৷ আর নব্বইয়ের অলিম্পিকের ফাইনালেও আবার মারাদোনার থ্রু, সেদিন পরাজিত হয়েছিল আর্জেন্টিনার চিরশত্রু ব্রাজিল৷ মারাদোনার ওই থ্রু থেকেই জয়সূচক গোলটি ব্রাজিলের জালে জড়িয়ে দেন ক্যানিজিয়া৷ তবে শনিবার ছিল মেসির জাদু৷ মেসিকে কড়া নজরদারীতে রাখতে না পারার মাশুল দিতে হল নাইজিরিয়াকে৷

পাশাপাশি অবশ্য মাঠে হাজির মারাদোনার অভিযোগও শোনা গেল অলিম্পিক কর্তৃপক্ষের বিরুদ্ধে৷ শনিবার দুপুর বেইজিং-এর ৪২ ডিগ্রি তাপমাত্রায়, দুঃসহ গরমে ফাইনাল খেলার সময় নির্বাচন করায় ক্ষেপেছেন মারাদোনা৷ স্বভাবসিদ্ধ ভঙ্গীতে তা জানাতেও দ্বিধা করেন নি৷

তবে এতবড় মহাযজ্ঞের আয়োজক দেশ চীন বেশ প্রশংসাই পেয়েছে এই অলিম্পিকে৷ আজ রবিবার শেষ হচ্ছে ২০০৮-এর অলিম্পিক৷ আয়োজক দেশ হিসাবে প্রশংসাই শুধু নয়, মেডেল সংগ্রহেও চীনের অসামান্য সাফল্য বুঝিয়ে দিয়েছে তাদের পারদর্শীতা৷ এ পর্যন্ত ৪৭ টি সোনার চমক নিয়ে তারা শেষপর্যন্ত সেই একনম্বরেই৷