1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবলে সাফল্য

২৮ জানুয়ারি ২০১৩

স্পেনে বুধবার স্প্যানিশ কাপের সেমিফাইনাল৷ সপ্তাহান্তে বার্সেলোনা আর রেয়াল মাদ্রিদের খেলা দু'টো ছিল এক হিসেবে তার ওয়ার্ম-আপ৷ সেই ওয়ার্ম-আপেরই নুমনা দেখালেন ফুটবলের দুই মহারথী৷ যেমন মেসি, তেমনই রোনাল্ডো৷

https://p.dw.com/p/17SfK
ছবি: picture-alliance/dpa

লা লিগার দু'টো খেলাই ছিল নিজেদের মাঠে, যেমন বার্সার, তেমন রেয়ালের৷ সে খেলায় বার্সা ওসাসুনা-কে হারিয়েছে ৫-১ গোলে৷ তার মধ্যে একা চারটি গোল করেছেন লিওনেল মেসি৷ রেয়াল গেটাফে-কে হারায় ৪-০ গোলে৷ তার মধ্যে ছিল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর হ্যাটট্রিক৷

আগের মরশুমে জার্মানির গের্ড ম্যুলার-এর রেকর্ড ভাঙার পর এ মরশুমে স্প্যানিশ লিগে মেসির গোলের সংখ্যা হল ৩৩, রোনাল্ডোর চেয়ে ১২টি গোল বেশি৷ কাজেই মেসি যদি এবার ৫০টার বেশি গোল করে লিগ মরশুমে গোলের সংখ্যায় আবার একটি নতুন রেকর্ড করেন, তো কেউই আশ্চর্য হবে না৷ ওসাসুনাকে গুঁড়িয়ে দেওয়ার পর বার্সা এখন পয়েন্টের তালিকায় দ্বিতীয় অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে, এবং তৃতীয় স্থানে থাকা রেয়ালের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে৷ পেপ গুয়ার্দিওলা গেছেন, পরের কোচ টিটো ভিলানোভা গলার ক্যানসারের চিকিৎসার জন্য নিউ ইয়র্কে, দল সামলাচ্ছেন সহকারী কোচ জর্দি রুরা – এ সব সত্ত্বেও বার্সাকে রোখে কে৷

Lionel Messi Fußballer des Jahres 2012
২০১২ সালেও সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন মেসিছবি: Reuters

রুরা স্বয়ং তাঁর তারকা মেসি সম্পর্কে বলেছেন: ‘‘ও কি করছে সে-কথা ভাবলে মাথায় হাত দিয়ে বসতে হয়৷'' অথচ বুধবার স্প্যানিশ কাপের সেমিফাইনালের পরিপ্রেক্ষিতে রুরা-র মেসি, সাভি অ্যান্ড কোম্পানিকে রেস্ট দেওয়ারই কথা ছিল৷ যে কাজটা করেছেন রেয়াল মাদ্রিদের কোচ হোসে মুরিনহো: সামি খেদিরা, মার্সেলো, আলভারো আর্বেলোয়া, সাবি অ্যালন্সো, করিম বেনজেমা, সকলকেই রেস্ট দিয়েছেন – এক রোনাল্ডো ছাড়া৷ গত এক সপ্তাহ ধরে এস্টাডিও বের্নাবেউ-তে কোচের বিরুদ্ধে প্লেয়ারদের বিদ্রোহের গুজব ছড়াচ্ছিল৷ গেটাফে-র বিরুদ্ধে এই জয়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা করা যায়৷

ফেরা যাক মেসির কথায়৷ ১১ মিনিটের মাথায় মেসি প্রথম গোলটি করেন, এবং সেই সঙ্গে একটি নতুন রেকর্ড: পর পর ১১টি লা লিগা ম্যাচে গোল করার রেকর্ড৷ সাধে কি বার্সার সহকারী কোচ রুরা যোগ করেছেন: ‘‘ওর উচ্চাকাঙ্খা অসাধারণ৷ ও সব সময়েই আরো বেশি অর্জন করতে চায়৷''

এসি/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য