1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুন্সিগঞ্জে লঞ্চডুবি

১৩ মার্চ ২০১২

মুন্সিগঞ্জের মেঘনা নদীতে লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ১১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে৷ শরিয়তপুর-১ নামের লঞ্চটি সোমবার রাতে দুর্ঘটনায় পড়ে৷ জেলা প্রশাসক আজিজুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোরকে এ তথ্য দিয়েছেন৷

https://p.dw.com/p/14JzU
ছবি: AP

মঙ্গলবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত নৌ বাহিনী, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিআইডব্লিউটিএ’র কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে মোট ৩৬টি লাশ উদ্ধার করেন৷ এরপর উদ্ধার অভিযান স্থগিত করা হয়৷ উদ্ধারকারী জাহাজ হামজা রাত ১টার দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পর বুধবার ভোরে আবার শুরু হয় উদ্ধার অভিযান৷

এই ঘটনায় নৌ-পরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ এবং সমুদ্র পরিবহন অধিদপ্তর তিনটি কমিটি করেছে৷

এর আগে বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান ড. শামসুদ্দোহা খন্দকার ডয়চে ভেলেকে জানিয়েছেন, কার্গো জাহাজের ধাক্কায় সোমবার রাতে লঞ্চটি ডুবে যায়৷ এসময় লঞ্চে তিন শতাধিক যাত্রী ছিল৷ বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান ঘটনাস্থল থেকে মঙ্গলবার সন্ধ্যায় ডয়চে ভেলেকে টেলিফোনে জানান, তাদের উদ্ধার তৎপরতা শেষ পর্যায়ে রয়েছে৷ তিনি আরও বলেন, কার্গো জাহাজ রাতে চলাচল নিষিদ্ধ করার পরও তাদের চলাচল বন্ধ হয়নি৷ আর কার্গো জাহাজে রাতে চলাচলের কারণেই নৌ দুর্ঘটনা বাড়ছে৷

তিনি বলেন, এর বাইরে অদক্ষ চালকও এই নৌ দুর্ঘটনার কারণ অনেক মালিকই বিআইডব্লিউ'র অনুমোদিত পাইলট নিয়োগ দেন না৷ এছাড়া ফিটনেস বিহীন লঞ্চও দুর্ঘটনায় পড়ে বলে জানান তিনি৷

এদিকে এখনো অনেক মানুষ মেঘনার তীরে তাদের স্বজনদের লাশের অপেক্ষায় আহাজারি করছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা / জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য