1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুঠোফোনেও যোগ হলো গুগল ইন্সট্যান্ট

৬ নভেম্বর ২০১০

গুগল ইন্সট্যান্ট, বলা হয়ে থাকে খোঁজ সেবায় জাদু দেখায় এই সেবা৷ মানে, আপনি কি ভাবছেন তাই তুলে ধরে গুগল৷ ঠিক যখন খোঁজ বাক্সে লিখছেন, তখনই অক্ষর অনুযায়ী খোঁজা শুরু হয়ে যায়৷

https://p.dw.com/p/Q0HJ
মুঠোফোনেও আধিপত্য চায় গুগলছবি: picture-alliance/ dpa

গুগলের এমন সেবার নামই ‘গুগল ইন্সট্যান্ট'৷ গত সেপ্টেম্বরে চালু হওয়া এই সেবা খোঁজার সময় যেমন বাঁচায়, তেমনি প্রকারান্তে বাঁচায় আপনার খরচও৷ এখন পর্যন্ত যে খবর, তাতে গুগল ইন্সট্যান্ট সাড়া পাচ্ছে ব্যাপক৷ বিশেষ করে, এই দিয়েই খোঁজ সেবায় একক আধিপত্য আরো পোক্ত করেছে গুগল৷

কিন্তু শুধু ডেস্কটপ বা ল্যাপটপ দখল করলেই তো চলবে না, গুগলের দখল চাই মুঠোফোনেও৷ যেভাবে সেকাজ, ৫ নভেম্বর থেকে মুঠোফোনেও যোগ হয়েছে গুগল ইন্সট্যান্ট৷ ঠিক যেভাবে কাজ করে ডেস্কটপে, সেভাবেই মুঠোফোনের ছোট পর্দায় দেখা যাবে খোঁজের জাদু৷ এজন্য মুঠোফোনে গুগল ডটকম এ প্রবেশের পর চালু করতে হবে এই সেবা৷ সেটাও সহজ, খোঁজ বাক্সের ঠিক নিচে একটি ট্যাব রয়েছে৷ সেটিকে অন করে দিলেই মিলবে গুগল ইন্সট্যান্ট৷

আপাতত শুধু এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম, আইফোন আর আইপেড-এ ব্যবহার করা যাবে ইন্সট্যান্ট৷ ভাষার ক্ষেত্রেও সীমাবদ্ধ এটি৷ বর্তমানে শুধু ইংরেজি ভাষায় এই খোঁজ সেবার খোঁজ মিলবে৷ তবে গুগলের কথায়, শীঘ্রই আরো অনেক ভাষা এবং দেশ যোগ করা হবে মোবাইল ইন্সট্যান্ট-এ৷

ও হ্যাঁ, গুগলের এই সেবার জন্য দরকার একটু ভালো গতির ইন্টারনেট সংযোগ৷ তাই সংস্থাটির পরামর্শ, থ্রিজি বা ওয়াইফাই নেটওয়ার্কে সবচেয়ে দ্রুত কাজ করবে গুগল ইন্সট্যান্ট৷ অন্যক্ষেত্রে, গতি খানিকটা কম৷ আরেকটি বিষয় মনে রাখুন, গুগল কিন্তু জোর করে চাপিয়ে দিচ্ছে না এই সেবা৷ তাই চাইলে, অপশনে গিয়ে এটিকে বন্ধও রাখে যাবে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য