1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘কারিগর’

২৫ মার্চ ২০১২

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগামীকাল সোমবার চ্যানেল আইতে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘কারিগর’এর ওয়ার্ল্ড প্রিমিয়ায় অনুষ্ঠিত হবে৷ সকাল ১১.০৫ মিনিটে ছবিটি দেখানো হবে৷

https://p.dw.com/p/14RAl
ছবি: Dr. Sitara Rahman

ছবির গল্পটা এরকম: মুক্তিযুদ্ধের সময় মোতালেব কারিগর নামের এক ব্যক্তির বুদ্ধিমত্তার কারণে পাক হানাদার বাহিনীর নির্যাতন থেকে বেঁচে যায় তার এলাকার হিন্দুরা৷ কিন্তু এর বিনিময়ে স্থানীয় মৌলবাদীরা ফতোয়া দিয়ে মোতালেব কারিগরকে একঘরে করে দেয়৷ আর যে হিন্দুদের জন্য তিনি নিজের প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন তারাই তার বিপক্ষে কাজ শুরু করে৷

ছবিটির কাহিনি লিখেছেন আনোয়ার শাহাদাত৷ চিত্রনাট্য, সংলাপ, চিত্রগ্রহণ, সম্পাদনা ও পরিচালনায়ও ছিলেন তিনি৷ আর কারিগর ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম৷ এটা তাদের ১৩তম মুক্তিযুদ্ধের চলচ্চিত্র৷ আর মোট প্রযোজিত ছবির সংখ্যা ৬৪৷

ছবিতে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, জয়ন্ত চট্টোপাধ্যায়, সুষমা সরকার, রাণী সরকার, হিমা মৃধা, গোলাম মোস্তফা, মাসুদ আলম বাবু, শামীম খান প্রমুখ৷

আনোয়ার শাহাদাত জানান, তার লেখা এ ছবির গল্পটি দশ বছর আগে ‘ওস্তাগারের তালিকা থেকে' শিরোনামে একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল৷ পাঠক সমাদৃত এ গল্পটিকে দৃশ্যকাব্যে নিয়ে আসার চিন্তা-ভাবনার শুরু সেই সময় থেকেই৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য