1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিয়ানমার-বাংলাদেশ

৯ জুন ২০১২

মিয়ানমারের রাখাইন প্রদেশে দাঙ্গার খবরে কক্সবাজার সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে৷ বাংলাদেশ বর্ডার গার্ড - বিজিবির উপ অধিনায়ক মেজর মো. সফিকুর রহমান জানিয়েছেন, সীমান্তের কয়েকটি প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়েছে৷

https://p.dw.com/p/15BOr
Kaptai Lake of Bangladesh, one and the bigest man made lake in Bangladesh. Located in Rangamati hill district. Kaptai Lake is a man-made lake in south-eastern Bangladesh. It is located in the Kaptai Upazila of Rangamati District of Chittagong Division. The lake was created as a result of building the Kaptai Dam on the Karnaphuli River, as part of the Karnaphuli Hydro-electric project. The Kaptai Lake's average depth is 100 feet (30 m) and maximum depth is 495 feet (151 m).
ছবি: DW

আর বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী এবং রাখাইনদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে৷ সীমান্তে জোরদার করা হয়েছে টহল৷

বিভিন্ন সংবাদ মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী, মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডু জেলায় ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গা এবং বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনদের মধ্যে শুক্রবার থেকে দাঙ্গা শুরু হয়৷ আর এই এলাকাটি বাংলাদেশের কক্সবাজার সীমান্তবর্তী৷ বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী এবং রাখাইনদের বসবাস আছে৷

কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মো. সফিকুর রহমান ডয়চে ভেলেকে টেলিফোনে জানান, দাঙ্গার খবর পাওয়ার পর পরই তারা সীমান্তের বেশ কিছু এলাকা বন্ধ করে দিয়েছেন৷ মিয়ানমারের দাঙ্গার প্রভাব যাতে বাংলাদেশে না পড়ে তার জন্য তারা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছেন৷ টহল জোরদার করা হয়েছে৷ তিনি জানান, একদিনের ট্রানজিট পাশ চালু থাকলেও পরিস্থিতির কারণে সীমান্ত দিয়ে দুই দেশের কোন নাগরিক এখন আসা যাওয়া করছে না৷

তিনি জানান, তারা ইতিমধ্যেই রোহিঙ্গা শরণার্থী শিবির এবং রাখাইন পল্লীগুলোতো নজরদারি বাড়িয়েছেন৷ স্থানীয় প্রশাসনও তাদের সঙ্গে মত বিনিময় করেছে৷

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের অধিকাংশই টেকনাফ এলাকার শরণার্থী শিবিরে বসবাস করেন৷ আর ওই এলকায় রাখাইনদেরও বসবাস রয়েছে৷ মেজর মো. সফিকুর রহমান জানান, আগাম সতর্কতার কারণে বাংলাদেশের সীমান্তে পরিস্থিতি শান্ত রয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য