1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মালয়েশিয়ায় যোগ ব্যায়ামের চর্চা

৬ আগস্ট ২০০৯

একটি ত্রিভুজাকৃতি জায়গায় প্রবেশের আগে ডেলিলাহ গভীরভাবে নিঃশ্বাস নিলেন৷ বয়স তার ৪৯৷ তিনি মালয়েশিয়ার একজন মহিলা ব্যবসায়ী৷

https://p.dw.com/p/J4Vq
ফাইল ফটোছবি: AP

ভারসাম্য শক্তিশালী করার জন্যে যোগ ব্যায়ামের আরেকটি আসন শুরু করার জন্যে গভীরভাবে শ্বাস নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলেন তিনি৷

হ্যাঁ, মালয়েশিয়ায় যোগ ব্যায়ামের চর্চা এখন এক বিশ্বাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ ডেলিলাহ বললেন, এটি আমার শরীর ও মন শিথিল করে৷ আমি জানি কোনটা আমার জন্যে ভালো আর কোনটা ভালো না৷

Yoga in Malaysia
মালয়েশিয়ায় যোগ ব্যায়ামের চর্চাছবি: AP

কিন্তু মালয়েশিয়ার ধর্মীয় কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গি এই ব্যাপারে আলাদা৷ ২০০৮ সালের নভেম্বরে দেশটির জাতীয় ফতোয়া কাউন্সিল যোগ ব্যায়ামকে হারাম উল্লেখ করে এক ধর্মীয় আইন জারী করে৷ যার অর্থ মুসলমানদের জন্যে যোগ ব্যায়াম নিষিদ্ধ৷ কাউন্সিলের জারী করা ঐ আইনে বলা হয়েছে, যোগ ব্যায়ামের মধ্যে হিন্দু ধর্মীয় অনেক কিছু অন্তর্ভুক্ত রয়েছে, যা মুসলমানদের বিশ্বাসকে দুর্বল করে৷ বিশ্বাসী মুসলমানরা সাধারণত এই ধরনের আইনের প্রতি অনুগত থাকে৷

মালয়েশিয়ার আড়াই কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ৬০ ভাগই মুসলমান৷ সংবিধান অনুযায়ী প্রতিটি জাতিগত মালে মুসলমান৷ শুধুমাত্র জাতিগতভাবে ভারতীয় এবং চীনারা তাদের ধর্ম পছন্দ করার ব্যাপারে মুক্ত৷

তবে ডেলিলাহর ব্যাপারটি সম্পূর্ণ আলাদা৷ তিনি বড় হয়েছেন একজন মুসলমান হিসেবেই, এবং পাঁচ বছর ধরে যোগ ব্যায়ামের চর্চা চালিয়ে যাচ্ছেন৷ এই সব বিষয়কে তিনি খুব একটা কেয়ার করেন না৷ তিনি কখনোই মনে করেন না, যোগ ব্যায়াম কোন ধর্মীয় কার্যকলাপ৷ ডেলিলাহ বলেন, আর যোগ ব্যায়াম যদি ধর্মীয় কিছুর সঙ্গে সম্পর্কিত হতোও, যা আমাদেরকে ভালোবাসতে এবং আমাদের শরীরকে শ্রদ্ধা করতে শেখায়, আমি অবশ্যই সেটাই গ্রহণ করতাম৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আবদুস সাত্তার