1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মালিতে ফরাসি সামরিক হস্তক্ষেপ

১২ জানুয়ারি ২০১৩

শত শত ফরাসি সৈন্য ইসলামপন্থি বিদ্রোহীদেরএকটি সামরিক ঘাঁটি ধ্বংসে সংশ্লিষ্ট ছিল৷ অভিযানে একটি ফরাসি হেলিকপ্টার চালক গুলিতে নিহত হয়েছেন৷ অপরদিকে সোমালিয়ায় এক ফরাসি পণবন্দিকে মুক্ত করার প্রচেষ্টায় পণবন্দি স্বয়ং নিহত হয়েছেন৷

https://p.dw.com/p/17Iu8
People hold a banner reading '' national concertations, right now'' during a demonstration on January 9, 2013 in Bamako to ask for ''immediate days of sovereign consultation'' on the transition in Mali. Mali, once considered one of the region's most stable democracies, was plunged into crisis by a March 22 coup that overthrew the elected government and created a power vacuum that enabled Ansar Dine and two Al-Qaeda-linked Islamist groups to seize control of the vast desert north. NATO said on January 9 that it had not been asked to assist a military alliance in resolving the armed conflict in Mali as Burkina Faso's president pushed for renewed talks between Islamist fighters and the Malian government. AFP PHOTO / Habibou Kouyate (Photo credit should read HABIBOU KOUYATE/AFP/Getty Images)
ছবি: HABIBOU KOUYATE/AFP/Getty Images

মালিতে সামরিক হস্তক্ষেপের নির্দেশটা আসে ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ'এর কাছ থেকে৷ প্রতিরক্ষামন্ত্রী জঁ-ইভ ল্য দ্রিয়্যাঁ বলেছেন, আল-কায়েদার সঙ্গে যুক্ত উগ্র ইসলামপন্থিরা তাদের অধিকৃত এলাকার বাইরে অভিযান শুরু করার ফলে ফ্রান্স দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হয়, যা'তে ‘‘ফ্রান্স এবং ইউরোপের দোরগোড়ায় একটি সন্ত্রাসবাদি রাষ্ট্র'' গড়ে না ওঠে৷

France's President Francois Hollande delivers a statment on the situation in Mali at the Elysee Palace in Paris, January 11, 2013. France's President Hollande confirmed that French armed forces began an intervention today to support Malian government forces. REUTERS/Philippe Wojazer (FRANCE - Tags: POLITICS TPX IMAGES OF THE DAY)
মালিতে সামরিক হস্তক্ষেপের নির্দেশটা আসে ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ'এর কাছ থেকেছবি: Reuters

কাজেই শনিবারেও ফরাসি সেনাবাহিনী মালির উগ্র ইসলামপন্থি বিদ্রোহীদের উপর বিমান হানা অব্যাহত রেখেছে৷ রাজধানী বামাকোর সুরক্ষার জন্য ফরাসি সৈন্যরা অবস্থান নিয়েছে৷ ল্য দ্রিয়্যাঁ'র বিবৃতি অনুযায়ি বিদ্রোহীরা মোপ্তি শহরটির দিকে যাবার চেষ্টা করছিল৷ তাদের রোখার প্রচেষ্টায় যে অভিযান চালানো হয়, তা'তে একজন ফরাসি হেলিকপ্টার পাইলট প্রাণ হারায়৷ তবে হেলিকপ্টারটি বিদ্রোহীদের গুলিতে ভূপাতিত হয়েছে কিনা, ল্য দ্রিয়্যাঁ তা জানাননি৷

বস্তুত মালি সরকারের সৈন্যরাই দেশের মধ্যভাগে কোনা শহরটি ইসলামপন্থি বিদ্রোহীদের হাত থেকে উদ্ধার করে, এবং তা ঘটে ফরাসি সামরিক হস্তক্ষেপ শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে৷ ফরাসি বিমানের সাহায্য পায় তারা৷ মালির সৈন্যরা আক্রমণ করার আগে ফরাসি বিমান শহরটির উপর হানা চালায়৷ বিদ্রোহীরা তাদের দক্ষিণমুখী অভিযান শুরু করার পর কোনা শহরটি দখল করে গত বৃহস্পতিবার৷

মালিতে প্রায় ছ'হাজার ফরাসি নাগরিকের বাস৷ তাদের মধ্যে বেশ কিছুজন ফ্রান্সে ফিরতে শুরু করেছেন৷ মালির বিদ্রোহীদের হাতে এখনও সাতজন ফরাসি নাগরিক পণবন্দি হয়ে আছেন বলে প্রকাশ৷ ফ্রান্সের পর মার্কিন যুক্তরাষ্ট্রও বলেছে, তারা গুপ্তচর বিভাগ এবং সরবরাহ সংক্রান্ত সাহায্য দিতে পারে৷ ওদিকে পশ্চিম আফ্রিকার একোওয়াস আঞ্চলিক জোট জানিয়েছে, তারা আগামী সোমবার থেকে মালিতে সৈন্য পাঠাতে শুরু করবে৷

এছাড়া যে ফরাসি গুপ্তচর বিভাগের কর্মী ২০০৯ সাল যাবৎ সোমালিয়ায় পণবন্দি হিসেবে আল-শাবাব গোষ্ঠীর হাতে ছিলেন, তাঁকে মুক্ত করার একটি প্রচেষ্টায় পণবন্দি স্বয়ং নিহত হয়েছেন৷ তাঁর সোমালি অপহরণকারিরা তাঁকে হত্যা করে বলে প্রকাশ৷ ফরাসি সামরিক বাহিনীর ঐ কমান্ডো অভিযানে প্রায় ৩০ জন সোমালি এবং সেই সঙ্গে একজন ফরাসি সৈন্য নিহত হয়েছেন৷ তবে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ল্য দ্রিয়্যাঁ বলেছেন, সোমালিয়ায় পণবন্দিকে মুক্ত করার প্রচেষ্টার সঙ্গে মালি'তে সামরিক হস্তক্ষেপের কোনো সম্পর্ক নেই৷

এসি / এআই (এপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য