1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাই-এর ক্ষমা প্রার্থনা

৮ ডিসেম্বর ২০১২

গাংনাম স্টাইল তারকা সাই ক্ষমা চাইলেন, কারণ দশ বছর আগে মার্কিন বিরোধী এক গান গেয়েছিলেন তিনি৷ ওবামার সামনে হাজির হওয়ার আগে পরিস্থিতি কিছুটা সহজ করার প্রয়াস তাঁর৷

https://p.dw.com/p/16yUH
South Korean rapper Psy, center, performs "Gangnam Style" during his concert in Seoul, South Korea, Tuesday, Oct. 2, 2012. (Foto:Ahn Young-joon/AP/dapd)
ছবি: AP

দক্ষিণ কোরিয়ার ব়্যাপার পার্ক জায়ে সাং, যাকে এখন গোটা বিশ্ব চেনে সাই নামে৷ তাঁর গাংনাম নাচ এখন ইউটিউবে ঝড় তুলেছে৷ দেশে বিদেশে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে৷ তাই এই গাংনাম তারকাকে ডাকা হয়েছে ওয়াশিংটনের কনসার্টে৷ সেখানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আর ফার্স্ট লেডি মিশেল ওবামা৷ কিন্তু এই ক্রিসমাস ইন ওয়াশিংটন কনসার্টের আগেই শুরু হয়ে গেছে সাই-কে নিয়ে বিতর্ক৷

২০০২ সালে দক্ষিণ কোরিয়াতে মার্কিন সেনাদের এক যানের আঘাতে দুই কোরীয় কিশোরী প্রাণ হারায়৷ এরপর এক কনসার্টে মার্কিন সেনাদের উপস্থিতির বিরুদ্ধে এক প্রতীকী মার্কিন ট্যাংক ধ্বংস করেন সাই৷ এর দুই বছর পর ইরাকে এক কোরীয় মিশনারীকে হত্যা করা হলে ইরাক যুদ্ধের বিরুদ্ধে গান গেয়েছিলেন সাই৷ তাঁর সেই গানে ছিলো মার্কিন সেনাদের হত্যা করার আহ্বান৷ মূলত ইরাক যুদ্ধের বিরুদ্ধেই তিনি অবস্থান নেন৷

Policemen rehearse South Korean singer Psy's "Gangnam style" dance moves at the grandstand ahead of the South Korean F1 Grand Prix at the Korea International Circuit in Yeongam October 11, 2012. Psy's quirky dance track has became an Internet phenomenon, clocking up more than 300 million views on YouTube. REUTERS/Woohae Cho (SOUTH KOREA - Tags: SPORT MOTORSPORT F1 ENTERTAINMENT)
ছবি: Reuters

তাঁর সেইসব মার্কিন বিরোধী কীর্তি এখন ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে৷ তবে সাই এইজন্য দুঃখ প্রকাশ করে বলেছেন সেগুলো ছিলো গভীর আবেগের বহিঃপ্রকাশ৷ গানের কথায় মাত্রা ছাড়ানো ভাষা ব্যবহারের জন্যও ক্ষমা চেয়েছেন তিনি৷ রোববারের কনসার্টের আগে তাঁর এই ক্ষমা প্রার্থনা হয়তো মার্কিন প্রেসিডেন্টের সামনে তাঁর উপস্থিতি কিছুটা যৌক্তিক করে তুলবে৷

আরআই/এএইচ (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য