1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ড্রোন হামলা

৬ অক্টোবর ২০১২

পাকিস্তানের উপজাতীয় এলাকায় যুক্তরাষ্ট্রের ড্রোন আক্রমণের প্রতিবাদে দুই দিনের এক বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন সাবেক ক্রিকেটার ইমরান খান৷ তাঁর সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিমা কর্মীরাও৷

https://p.dw.com/p/16Let
ছবি: Getty Images

শনিবার ইসলামাবাদ থেকে উপজাতীয় এলাকা দক্ষিণ ওয়াজিরিস্তানের দিকে সড়কপথে রওয়ানা হয়েছেন ইমরান খান ও তাঁর দলের কর্মীরা৷ রবিবার তাঁদের সেখানে পৌঁছানোর কথা৷

প্রায় একশোটি গাড়ির একটি বহরে ইমরানের সঙ্গে রয়েছেন মার্কিন ড্রোন বিরোধী গোষ্ঠী ‘কোড পিংক' এর কয়েকজন কর্মী৷ রয়েছেন আইনগত লবি সংস্থা ‘রিপ্রিভ' এর ব্রিটিশ প্রধান ক্লাইভ স্টাফোর্ড স্মিথ৷

Protestzug gegen US-Drohnenangriffe in Pakistan
ড্রোন হামলার প্রতিবাদছবি: AP

শনিবার রাতে ডেরা ইসমাইল খান শহরে থাকার পর রবিবার আবারও যাত্রা শুরু করবে গাড়ির বহর৷ তাদের শেষ গন্তব্য দক্ষিণ ওয়াজিরিস্তানের কোটকাই শহর৷ সেখানে একটি বিক্ষোভ সমাবেশের পরিকল্পনা করা হয়েছে৷

তবে শেষ পর্যন্ত এই কর্মসূচি পালন সম্ভব হবে কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছে৷ কেননা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, তালেবান গাড়ির বহরে হামলার পরিকল্পনা করছে৷ তাছাড়া নিরাপত্তাজনিত কারণে উপজাতীয় এলাকায় বিদেশিদের ঢুকতে দেয়া হবে না৷ উল্লেখ্য, আফগান সীমান্তে অবস্থিত ঐ এলাকাটি তালেবান ও আল কায়েদার শক্ত ঘাঁটি বলে পরিচিত৷

ইমরান খান বলছেন, এই কর্মসূচির মাধ্যমে ড্রোন হামলার কারণে সাধারণ মানুষের কী ক্ষতি হচ্ছে সেটা বিশ্ববাসীকে জানানোর চেষ্টা করা হবে৷

তবে সমালোচকরা বলছেন, আগামী বছরের নির্বাচনের আগে আগে এ ধরণের কর্মসূচি করে ইমরান খান জনপ্রিয় হতে চাইছেন৷ এছাড়া জঙ্গি ও সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন হত্যাযজ্ঞ নিয়ে কথা না বলার জন্যও ইমরান খানের সমালোচনা করা হয়েছে৷

Protestzug gegen US-Drohnenangriffe in Pakistan
ইমরান খানকে বহন করা গাড়িছবি: Reuters

এদিকে, তালেবান ইমরানের কর্মসূচিতে নিরাপত্তা দেবে বলে গণমাধ্যমে যে খবর বের হয়েছে তা অস্বীকার করেছেন তালেবান মুখপাত্র এহসানুল্লাহ এহসান৷ তিনি বলেন, ইমরানের মতো একজন ধর্মনিরপেক্ষ মানুষের ‘সহানুভূতি'র কোনো প্রয়োজন নেই৷ ইমরান রাজনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য এমনটা করছেন বলে মন্তব্য তালেবানের৷

ড্রোন আক্রমণ নিয়ে প্রকাশ্যে পাকিস্তান সরকার যুক্তরাষ্ট্রের সমালোচনা করলেও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ফাঁস হয়ে যাওয়া নথিতে দেখা গেছে ড্রোন হামলায় প্রচ্ছন্ন সমর্থন রয়েছে পাকিস্তান সরকারের৷

স্ট্যানফোর্ড ল স্কুল ও নিউ ইয়র্ক ইউনিভার্সিটি অফ ল এর এক সমীক্ষায় দেখা গেছে, ড্রোন হামলা সাধারণ মানুষকে ভীত করে তুলছে এবং তাদেরকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষুব্ধ করে তুলছে৷ বিনিময়ে এই হামলার মাধ্যমে শুধু নীচু সারির জঙ্গিদের নিধন করা হচ্ছে৷

জেডএইচ / এএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য