1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রশংসা কুড়ালো লন্ডন অলিম্পিক

৮ আগস্ট ২০১২

লন্ডন অলিম্পিকের আসর শেষ হতে এখনও দিন চারেক বাকি৷ তার আগেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি’র প্রেসিডেন্ট জাক রগে বুধবার দরাজ কণ্ঠে এবারের আসরের প্রশংসা করলেন৷

https://p.dw.com/p/15lro
ছবি: Reuters

শুরু হয়েছিল ২৭শে জুলাই, চলবে ১২ই আগস্ট পর্যন্ত৷ জাক রগে এখনই এবারের আসরের ভূয়সী প্রশংসা করলেন৷ বললেন, কোনো নালিশ নেই, অ্যাথলিট ও টিমগুলি এখানকার সুযোগ-সুবিধা সম্পর্কে উচ্ছ্বসিত৷ ‘‘সব মিলিয়ে বলতে পারি গেমস খুব ভালো হয়েছে এবং আমি এখন খুবই সুখী মানুষ৷'' রগে আরও বলেন, যে গেমস শেষ হওয়া পর্যন্ত তিনি সব ক্রীড়া অনুষ্ঠান ঘুরে দেখবেন৷ বিভিন্ন ক্রীড়া সংগঠনও সন্তুষ্টি প্রকাশ করেছে৷ অলিম্পিক ভিলেজ সম্পর্কে সবাই উচ্ছ্বসিত৷

অলিম্পিকের পদক তালিকায় জার্মানির দশা যাই হোক না কেন, আসর জুড়ে জার্মানির উপস্থিতি টের পাওয়া যাচ্ছে অন্যভাবে৷ আয়োজকরা ব্রিটিশ, স্টেডিয়াম ও অন্যান্য খেলার জায়গায় বিজ্ঞাপন নিষিদ্ধ৷ তা সত্ত্বেও গেমস'এর অন্যতম স্পন্সর জার্মানির বিএমডাব্লু'র অস্তিত্ব স্পষ্ট বোঝা যাচ্ছে৷ রিমোট কন্ট্রোলে চালিত ছোটো ইলেকট্রিক গাড়ির ছড়াছড়ি খোদ মাঠের মধ্যে৷ জ্যাভলিন, ডাসকাস ও হ্যামার কুড়িয়ে আনছে সেই সব গাড়ি৷ কোন কোম্পানির গাড়ি, তা না চেনার কোনো কারণ নেই৷ অ্যাথলিটদের অন্যান্য জিনিসপত্রও বয়ে বেড়াচ্ছে সেই সব ‘মিনি' গাড়ি৷ প্রশ্ন উঠছে, আইওসি কি পরোক্ষভাবে বিজ্ঞাপন মেনে নিচ্ছে?

Dänemark IOC Kongress Jacques Rogge wiedergewählt
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি’র প্রেসিডেন্ট জাক রগে বুধবার দরাজ কণ্ঠে এবারের আসরের প্রশংসা করলেনছবি: dapd

অলিম্পিকে কোন দেশ কত পদক জিতলো, তা নিয়ে আলাপ-আলোচনার পাশাপাশি বিশেষ কয়েকটি দেশের দিকে নজর দেওয়া হয় বেশি৷ যদিও খেলার সঙ্গে সেই আগ্রহের সরাসরি সম্পর্ক নেই৷ যেমন উত্তর কোরিয়া৷ অস্ট্রেলিয়ার ‘এমএক্স' সংবাদপত্র রসিকতা করে পদক তালিকায় দুই কোরিয়ার নতুন নামকরণ করেছে৷ উত্তর কোরিয়া তাদের কাছে ‘নটি' বা দুষ্টু কোরিয়া৷ দক্ষিণ কোরিয়া ‘নাইস' বা ভালো কোরিয়া৷ এমন রসিকতা অবশ্য পিয়ং ইয়ং'এর মোটেই পছন্দ হয় নি৷ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ গর্জে উঠে প্রতিবাদ জানিয়েছে৷ সংবাদপত্রের নাম ভুল করে ‘ব্রিসবেন মেট্রো'

হিসেবে উল্লেখ করে তাদের মুণ্ডপাত করেছে কেসিএনএ৷

এসবি / ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য