1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মধ্যপ্রাচ্যে শ্রমিকদের অধিকার নিয়ে ওয়েবসাইট

১৩ জুন ২০১১

মধ্যপ্রাচ্যে কাজ করে প্রচুর বিদেশি শ্রমিক৷ এদের মধ্যে একটি বড় অংশ আসছে দক্ষিণ এশিয়া থেকে৷ আরো সহজ করে বললে বাংলাদেশ, ভারতের প্রচুর শ্রমিক কাজ করেন মধ্যপ্রাচ্যে৷

https://p.dw.com/p/11ZEX
GMF, Bild: Nipon Mekwattanakarn_Burmese Migrant Worker.JPG Titel: GMF Klick! Fotowettbewerb 2011, Tibet Fotograf/Datum:Nipon Mekwattanakarn, Thailand, June 2005 Aufnahmeort: Prachaubkirikhan, Southern Thailand Beschreibung: The man in the photo is one of tens of thousands irregular Burmese migrant workers in the fishing industry of Southern Thailand. It is very common that such workers are trafficked and deprived of their human rights. Nevertherless the man in the picture proudly shows his human dignity and pride. Format: Flash Galerie, freies Bildformat, Artikelbild Bildrechte: Verwertungsrechte im Kontext des Global Media Forums eingeräumt.
বাংলাদেশ, ভারতের প্রচুর শ্রমিক কাজ করেন মধ্যপ্রাচ্যেছবি: Nipon Mekwattanakarn

অভিযোগ রয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত শ্রমিকদের উপর নির্যাতন করা হয়৷ এই নিয়ে সোচ্চার দেশি-বিদেশি ব্লগাররাও৷ বাংলা ব্লগার সালমা রহমান সোনার বাংলাদেশ ব্লগে লিখেছেন, লেবানন, সৌদি আরব, কুয়েত ও দুবাইসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বাংলাদেশী নারী শ্রমিক নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন৷ নির্যাতনের মাত্রা সহ্য করতে না পেরে অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন৷

জনপ্রিয় ব্লগ সামহোয়্যার ইন ব্লগে ব্লগার জুলভার্ন লিখেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শ্রমিক অসন্তোষ অনেক বেশি, কিন্তু প্রতিবাদ করতে পারছে না৷ তাদের প্রতিবাদে কেউ কর্ণপাতও করে না৷

BOBs, BOB,
ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার মানবাধিকার বিভাগে জুরি অ্যাওয়ার্ড জয় করে এই ওয়েবসাইটটিছবি: migrant-rights.org

মাইগ্রেন্ট-রাইটস ডটঅর্গ

এবার বলব ইংরেজি একটি ব্লগের কয়েকটি পোস্টের কথা, এবছরের ২৮ মার্চ সাইটটিতে লেখা হয়েছে, বাহারাইনে সরকারবিরোধী আন্দোলনকারীরা দক্ষিণ এশীয় শ্রমিকদের উপর হামলা চালাচ্ছে৷ সাইটটি'র আরেকটি লেখার শিরোনাম, কুয়েতে প্রতি দু'দিনে অন্তত একজন অভিবাসী শ্রমিক আত্মহত্যার চেষ্টা করে৷ গত বছরের ৫ অক্টোবর প্রকাশিত সেই প্রতিবেদনে, একজন বাংলাদেশির বর্ননা দেওয়া হয়েছে, যিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন৷ এই ওয়েবসাইটটির নাম মাইগ্রেন্ট-রাইটস ডটঅর্গ৷ মূলত মধ্যপ্রাচ্যে অবস্থানরত শ্রমিকদের দুর্দশার বিভিন্ন চিত্র তুলে ধরা হচ্ছে এই ওয়েবসাইটে৷ ওয়েবের শক্তিকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের শ্রমিকদের সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করাই সাইটটির মূল প্রয়াস৷ বিশেষ করে, এসব শ্রমিকদের মানবাধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর মাইগ্রেন্ট-রাইটস ডটঅর্গ৷

সেরা ব্লগ প্রতিযোগিতায় মাইগ্রেন্ট রাইটস

ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার মানবাধিকার বিভাগে জুরি অ্যাওয়ার্ড জয় করেছে এই ওয়েবসাইটটি৷ আধুনিক দিনের দাসত্বের বিরুদ্ধে সোচ্চার এই ওয়েবসাইট সম্পর্কে বাংলা ব্লগার রেজওয়ানুল ইসলাম জানান, মধ্যপ্রাচ্যে অবস্থানরত অভিবাসী শ্রমিকদের মধ্যে শিক্ষার অভাব রয়েছে৷ তারা নিজেদের কথা বিশ্ব জানাতে পারেনা৷ এই ওয়েবসাইটটি শ্রমিকদের সেই না বলা কথা বিশ্বকে জানাচ্ছে৷

GMF Klick! Fotowettbewerb 2011 Migration Flash-Galerie
মধ্যপ্রাচ্যে শ্রমিকদের অধিকার বিষয়ক বিভিন্ন সংস্থা সম্পর্কেও তথ্য যোগ করা হয়েছে মাইগ্রেন্ট-রাইটস ডটঅর্গ-এছবি: Daniel Tschudy

রেজওয়ান এবছর সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার বাংলা ভাষার বিচারক ছিলেন৷ তিনি বলেন, বাংলাদেশের যেসব শ্রমিক মধ্যপ্রাচ্যে কাজ করছে তাদের সুবিধা অসুবিধার কথা জানতেও এই ওয়েবসাইটটি সহায়ক৷

এক নজরে মাইগ্রেন্ট রাইটস

মধ্যপ্রাচ্যে শ্রমিকদের অধিকার বিষয়ক বিভিন্ন সংস্থা সম্পর্কেও তথ্য যোগ করা হয়েছে মাইগ্রেন্ট-রাইটস ডটঅর্গ-এ৷ বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের শ্রমিকরা প্রয়োজনে এসব সংস্থা থেকে সহায়তা নিতে পারেন৷ এছাড়া, মধ্যপ্রাচ্যে শ্রম প্রদানকারীদের নিয়ে বিশেষ ছবিঘরও রয়েছে ওয়েবসাইটটিতে৷ এনিমেশন আকারেও নিজেদের কর্মকাণ্ড তুলে ধরছে মাইগ্রেন্ট রাইটস৷

GMF
নির্যাতনের মাত্রা সহ্য করতে না পেরে অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেনছবি: Philipp Wesche

ফেসবুক এবং টুইটারেও পাওয়া যাবে মাইগ্রেন্ট-রাইটস ডটর্গকে৷ @মাইগ্রেন্টরাইটস হচ্ছে এটির টুইটার ঠিকানা৷ দেড় হাজার অনুসারি নিয়মিতই টুইটারে এই সাইটটিকে অনুসরণ করছে৷ চাইলে আপনিও নিজেকে জুড়ে নিতে পারেন এই ঠিকানায়৷

মিডইস্ট ইয়ুথ

মাইগ্রেন্ট রাইটস ওয়েবসাইটটি পরিচালনা করছে মিডইস্ট ইয়ুথ নামক একটি গোষ্ঠী৷ মধ্যপ্রাচ্যের তরুণদের গড়া এই গোষ্ঠীটি মানবাধিকার এবং বাকস্বাধীনতা নিয়ে কাজ করে৷ মধ্যপ্রাচ্যে সমান অধিকার এবং বাক স্বাধীনতা প্রতিষ্ঠা না করা পর্যন্ত চলবে লড়াই, এমনটাই লেখা আছে তাদের ওয়েবসাইটে৷

উল্লেখ্য এই মাসের ২০ জুন অনুষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফোরামে সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার জুরি অ্যাওয়ার্ড জয়ীদের পুরস্কার প্রদান করা হবে৷ সেখানে উপস্থিত থাকবেন মাইগ্রেন্ট-রাইটস ডটঅর্গ এর প্রতিনিধি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী