1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভিটামিন খেয়ে শিশুমৃত্যুর খবর মন্ত্রীর নাকচ

৯ জুন ২০০৯

বাংলাদেশে ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক ওষুধ খেয়ে শিশু মৃত্যুর খবর নাকচ করে দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী আফম রুহুল হক৷

https://p.dw.com/p/I6Qf
(ফাইল ফটো)ছবি: AP

মঙ্গলবার সংসদে এ বিষয়ক এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, ‘‘সংবাদ মাধ্যমে প্রকাশিত এধরনের খবর ভিত্তিহীন৷''

তাঁর অভিযোগ , ভিটামিন ক্যাপসুল ও কৃমিনাশক ওষুধ সেবনে শিশু মৃত্যুর খবর ‘একটি মহল'এর প্রচারণা৷

ইংরেজি দৈনিক ডেইলি স্টার সোমবার এক খবরে জানায় , ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট সেবনের পর রবিবার মুন্সীগঞ্জে এক শিশুর মৃত্যু হয় এবং সারা দেশে চারশোর মতো শিশু অসুস্থ হয়ে পড়ে৷

শনিবার সারা দেশে একযোগে দুই কোটির মতো এক থেকে পাঁচ বছর বয়সের শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়৷ দুই থেকে পাচঁ বছরের শিশুদের কৃমি নাশক ট্যবলেটও খাওয়ানো হয়৷

গণমাধ্যমে এখবর প্রচারের পর স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে৷

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউনিসেফের ঢাকা কার্যালয় এক বিবৃতিতে ভিটামিন এ ক্যাপসুলকে নিরাপদ আখ্যা দিয়ে বাচ্চাদের বাবা মাকে ভীত না হবার পরামর্শ দিয়েছে৷

প্রতিবেদক: নাসিরুদ্দিন খোকন, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক