1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত

২৮ অক্টোবর ২০১২

ভারতের মন্ত্রিসভায় সাত-সাতটি নতুন মুখের সন্নিবেশ ঘটালেন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷ ২০১৪ সালের নির্বাচনে দলের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে এবং সাফল্যের কথা বিবেচনা করেই এমন বড়সড় রদবদল বলে মনে করছেন বিশ্লেষকরা৷

https://p.dw.com/p/16YOz
epa03371172 Indian Prime Minister Dr. Manmohan Singh addresses the media after he was shouted down by opposition politicians in the lower house of Parliament in New Delhi, India, 27 August 2012. The Prime minister denied allegations of wrongdoing, following a report that the country lost 33 billion dollars by allocating coal mine licences instead of auctioning them. Singh stated that any allegations of impropriety are without basis and unsupported by the facts. EPA/STR +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

একদিন আগে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়ে সাবেক পররাষ্ট্র মন্ত্রী এস এম কৃষ্ণা বলেছিলেন যে, তরুণদের জায়গা করে দিতেই তাঁদের পদত্যাগের সিদ্ধান্ত৷ তাঁর এই বক্তব্যের প্রমাণ মিলেছে রবিবার৷ ৮০ বছর বয়সি কৃষ্ণার স্থলাভিষিক্ত করা হয়েছে ৫৯ বছর বয়সি সালমান খুরশিদকে৷ তবে গান্ধী-নেহেরু রাজনৈতিক বংশধারার উত্তরসূরি ৪২ বছর বয়সি রাহুল গান্ধীর জন্য এখনও কোন জায়গা রাখা হয়নি মন্ত্রিসভায়৷ বরং রাহুল সরকারে না গিয়ে দলের জন্যই বেশি কাজ করতে চান বলে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে জানিয়েছেন প্রধানমন্ত্রী সিং৷ তবে দলের কাজে নিজেকে বেশি জড়িয়ে রাখলেও আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী পদের জন্য রাহুল গান্ধী এগিয়ে আসবেন বলে বিশ্লেষকদের ধারণা৷

নতুন দিল্লির প্রেসিডেন্ট ভবনে বক্তৃতায় সিং আরো বলেন, ‘‘মন্ত্রিসভায় এটিই সম্ভবত শেষ রদবদল৷ আমি মনে করি না যে, নির্বাচন আগেভাগে করতে হবে৷ বরং নির্ধারিত সময়েই নির্বাচন হবে৷'' পরিবর্তিত মন্ত্রী পরিষদে আইন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন অশ্বনি কুমার৷ সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হলেন রহমান খান৷ গৃহায়ন মন্ত্রী হলেন অজয় মাকেন এবং খনি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন দিশা পাটেল৷ এছাড়া মানব সম্পদ উন্নয়ন বিষয়ক মন্ত্রী বানানো হয়েছে পল্লম রাজুকে৷ পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হারিশ রাওয়াত এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হলেন চন্দ্রেশ কুমারি৷ প্রধানমন্ত্রী সিং সংসদ বিষয়ক মন্ত্রী পাওয়ান কুমার বনসালকে নিয়ে গেছেন রেল মন্ত্রণালয়ে৷

FILE - In this May 11, 2006 file photo, Rahul Gandhi, left, his sister Priyanka Gandhi Vadra, and brother-in-law Robert Vadra, talk during celebrations after party president and Rahul's mother Sonia Gandhi won in Rae Barelli, India. Rahul Gandhi, the son, grandson, and great-grandson of Indian prime ministers, has spent years positioning himself to seize what is almost seen as his birthright and take charge of the country should his Congress party win the next election. But a series of electoral setbacks, an embarrassing Wikileaks document and his accusation, without proof, that police killed and raped protesting farmers in an opposition-led state in May, 2011, has left some questioning whether Gandhi has the skill, experience and discipline to lead India. (AP Photo/Rajesh Kumar Singh, File).
ছবি: AP

তবে মন্ত্রিসভায় এমন রদবদল সরকারের ভাবমূর্তি পুনরুদ্ধারের ব্যর্থ চেষ্টা বলেই মন্তব্য এসেছে বিরোধী শিবির থেকে৷ ভারতীয় জনতা দলের মুখপাত্র রাজিব প্রতাপ রুডি বলেন, ‘‘দুর্নীতির কেলেঙ্কারিতে জর্জরিত সরকারের ভাবমূর্তি পুনরুদ্ধারের এটি ব্যর্থ চেষ্টা৷'' এছাড়া সমাজতান্ত্রিক দল সিপিআইএম এর সাধারণ সম্পাদক প্রকাশ কারাট বলেছেন, ‘‘আসলে এসব রদবদল সত্ত্বেও সরকারের নীতিগত অবস্থান একই থাকবে৷'' উল্লেখ্য, সরকারের সাম্প্রতিক সংস্কার কর্মকাণ্ডকে ইতিমধ্যে ‘সাধারণ মানুষের স্বার্থ বিরোধী' বলে এর সমালোচনা করেছে সিপিআইএম৷

বিরোধী শিবিরের মতোই বিশ্লেষকরাও মনে করছেন যে, রবিবারের রদবদল ২০১৪ সালের নির্বাচনে খুব সামান্যই প্রভাব ফেলবে৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী অজয় সাহার মতে, ‘‘মন্ত্রী পরিষদে রদবদল থেকে বোঝা যাচ্ছে যে, তাদের টনক নড়েছে৷ কিন্তু এটি খুব দেরিতে ঘটল৷''

এএইচ / আরআই (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য