1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে ৭৫ জেলা লকডাউন

২২ মার্চ ২০২০

ভারতের ১৯টি রাজ্যের ৭৫টি জেলা সম্পূর্ণ লকডাউন বা অবরুদ্ধ করার ঘোষণা দেয়া হয়েছে৷ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন রাজ্য সরকার৷

https://p.dw.com/p/3ZsYn
ছবি: picture-alliance/AP Photo/M. Kumar

৩১ মার্চ পর্যন্ত ভারতের ৭৫টি জেলা অবরুদ্ধ থাকবে৷ রোববার বিকেলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক শেষে রাজ্য সরকারগুলো এই সিদ্ধান্ত নিয়েছে৷ এর মধ্যে পশ্চিমবঙ্গ, তেলেংগানা, রাজস্থান, পাঞ্জাব, দিল্লি এই পাঁচটি রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ডয়চে ভেলের দিল্লি প্রতিনিধি স্যমন্তক ঘোষ৷

ভারতের রাজধানী দিল্লিতে সোমবার থেকে ৩১ মার্চ পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে৷ সেখানে চারজনের বেশি একসঙ্গে জমায়েত হতে পারবেন না৷ জরুরি সেবাগুলো ছাড়া সমস্ত কিছু বন্ধ থাকবে৷ রেল, মেট্রো, আন্তরাজ্য বাস চলাচলও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিমান চলাচল বন্ধের প্রস্তাব দিলেও কেন্দ্রীয় সরকার তাতে সায় দেয়নি৷ আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হলেও রাজধানীর অভ্যন্তরীণ বিমান যোগাযোগ চালু থাকবে৷

ভারতে এখন পর্যন্ত ৩৩০ জনের বেশি করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন৷ মারা গেছেন সাতজন৷

এফএস/এডিকে