1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিমলা চুক্তির ৪০ বছর

২ জুলাই ২০১২

১৯৭১-এর যুদ্ধে পাকিস্তানকে টুকরো করে স্বাধীন হয় বাংলাদেশ৷ তারই জের ধরে ৭২-এ অর্থাৎ আজ থেকে ৪০ বছর আগে, সই হয় ভারত-পাকিস্তানের মধ্যে সিমলা শান্তি চুক্তি৷ রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, ঐ চুক্তি ভারতের অনুকূল ছিলনা৷

https://p.dw.com/p/15Pt3
ছবি: AP

ভারত-বাংলাদেশের যৌথবাহিনীর কাছে পরাজিত হয় পাকিস্তান৷ স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে৷ ৯৩ হাজার পাকিস্তানি সেনা ভারতের হাতে যুদ্ধবন্দি হয়৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যা সর্বাধিক৷ ৫৬০০ বর্গ কিলোমিটার পাকিস্তানি ভূখণ্ড ভারতীয় সেনার দখলে চলে যায়৷ শোচনীয় অবস্থা তখন পাকিস্তানের৷ খণ্ডিত, যুদ্ধবিধ্বস্ত৷ তৎকালীন পাক-প্রধানমন্ত্রী জলফিকর আলি ভুট্টো অস্থির, অশান্ত৷

Präsident Pakistans Asif Ali Zardari zu Besuch in Indien
সিমলা শান্তি চুক্তির ভিত্তিতেই দ্বিপাক্ষিক আলোচনা হয়ে আসছেছবি: AP

ঐ ঐতিহাসিক ঘটনার ফলশ্রুতি হিসেবে জয়-পরাজয়ের চূড়ান্ত নথিপত্র এবং দলিলে সই করতে ১৯৭২ সালে সিমলায় বসে ভারত-পাকিস্তান শান্তি বৈঠক৷ ছুটে যান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকর আলি ভুট্টো৷ পাক-যু্দ্ধবন্দিদের মুক্তি দিতে দরবার করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে৷ তার বিনিময়ে ভুট্টো কথা দিয়েছিলেন, দু'দেশের ভবিষ্যত সম্পর্ক স্বাভাবিক রাখতে তিনি সর্বোতভাবে প্রয়াসী হবেন৷

তা সত্ত্বেও, দু'দেশের দীর্ঘ আলোচনা প্রায় ভেঙ্গে পড়ার মুখে৷ শান্তি চুক্তি অধরা৷ ২রা জুলাই রাতে ভুট্টো একা আসেন ইন্দিরা গান্ধীর কাছে শেষ অনুরোধ নিয়ে৷ মৌখিক আশ্বাস দেন কাশ্মীর ইস্যু শান্তিপূর্ণ মীমাংসার৷ ভারত যেন তাঁর ওপর ভরসা রাখেন৷ অবশেষে রাত ১২টা ৪০ মিনিটে সই হয় সিমলা চুক্তি৷ ক্যালেন্ডারের হিসেবে সেটা ছিল ৩রা জুলাই ১৯৭২৷

চুক্তির মধ্যে ছিল, ৭১-এর যুদ্ধের পর কাশ্মীরে দু'দেশের নিয়ন্ত্রণ রেখা উভয়পক্ষ মেনে নেবে৷ বলপ্রয়োগ থেকে বিরত থাকবে দু'দেশের সেনাবাহিনী৷ শেষে এই নিয়ন্ত্রণ রেখাকেই মেনে নেয়া হয় আন্তর্জাতিক সীমান্ত হিসেবে৷

সে সময় উপস্থিত ইন্দিরা গান্ধীর উপদেষ্টা ও আধিকারিকরা পরে বলেছিলেন, ইন্দিরা গান্ধী ভুট্টোর কূটবুদ্ধি ধরতে পারেননি৷ লিখিতভাবে আশ্বাস না নিয়ে বিশ্বাস করেছিলেন ভুট্টোর মুখের কথায়৷ তারপরের ঘটনা আজ ইতিহাস৷ কেউ কথা রাখেনি৷ কেউ কথা রাখেনা এই জটিল রাজনৈতিক কৌশলগত দুনিয়ায়৷ সিমলা শান্তি চুক্তি হিমঘরে৷ তারপর হয়েছে কারগিল যুদ্ধ৷ চলেছে ব-কলমে ছায়া যুদ্ধ৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য