1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত ও পাকিস্তানকে যুদ্ধে জড়ানোর সন্ত্রাসী চক্রান্ত : গেটস

২০ জানুয়ারি ২০১০

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস এক সংবাদ সম্মেলনে আশংকা ব্যক্ত করে বলেছেন, আল-কায়দার ছত্রছায়ায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী সমগ্র উপমহাদেশের সুস্থিতি নষ্ট করতে ভারত ও পাকিস্তানকে যুদ্ধে জড়ানোর চক্রান্ত করছে৷

https://p.dw.com/p/Lbwh
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসছবি: AP

২৬-১১এর মুম্বাই কান্ডের মত আবারও যদি ভারতের ওপর সন্ত্রাসী হামলা হয়, তাহলে ভারত যে চুপ থাকবেনা সেটা সহজেই অনুমেয়৷ তিনদিনের ভারত সফর শেষে বুধবার নতুনদিল্লিতে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেন, ভারতের ধৈর্যেরও সীমা আছে৷ মুম্বাই হামলার পর ভারত সংযত থেকে পরিণত রাষ্ট্রশক্তির পরিচয় দিয়েছে৷ আল-কায়দার ঐ সিন্ডিকেট শুধু আফগানিস্তান বা পাকিস্তানের নয়, সমগ্র অঞ্চলের সুস্থিতি নষ্ট করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগাবার চক্রান্ত করছে৷ কাশ্মীরে সীমান্ত পার থেকে ক্রমাগত সন্ত্রাস, গুলি বিনিময় তারই লক্ষণ৷ আল-কায়দা ও তালেবানের লক্ষ্য আফগানিস্তান এবং তেহেরিক-ই-তালেবান ও লস্কর-ই-তৈয়বার লক্ষ্য পাকিস্তান ও ভারত৷

প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং, পররাষ্ট্রমন্ত্রী এস.এম কৃষ্ণা ও প্রতিরক্ষামন্ত্রী এ.কে অ্যান্টনির সঙ্গে আলোচনার পর গেটস বলেন, সন্ত্রাসী সিন্ডিকেটের চক্রান্ত ব্যর্থ করতে সংশ্লিষ্ট দেশগুলির মধ্যে প্রয়োজন আরও ঘনিষ্ঠ সহযোগিতা৷ ঐ সিন্ডিকেটের একটি গোষ্ঠীকে দমন করলে চলবেনা, করতে হবে পুরো সিন্ডিকেটকে৷

Anschläge Indien Mumbai Taj Hotel
সন্ত্রাসী হামলার শিকার মুম্বাইছবি: AP

আফগানিস্তানে ভারত সামরিক ভূমিকা নেবে কিনা জিজ্ঞাসা করা হলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, আফগানিস্তানে ভারতের ভূমিকা প্রসংশনীয়৷ ১৩০ কোটি মার্কিন ডলার উন্নয়নমূলক সাহায্য দিয়েছে ভারত সেখানে৷ ভারত ও পাকিস্তান যে যার ভূমিকা পালন করছে সেখানে৷ এর মধ্যে স্বচ্ছতা থাকলে উভয় দেশই একে অপরকে সন্দেহের চোখে দেখবেনা৷

প্রতিরক্ষামন্ত্রী এ.কে অ্যান্টনির সঙ্গে বৈঠকে আলোচনা হয় ভারত-মার্কিন সামরিক সহযোগিতা চুক্তি, ভারত সীমান্তে চীনা গতিবিধি নিয়ে৷ চীন প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে, রুটিন মাফিক সংলাপ চালিয়ে যাওয়া উচিত৷ ভারতের সঙ্গে সামরিক চুক্তি হলে যুক্তরাষ্ট্র উন্নত প্রযুক্তির সমর উপকরণ ভারতকে দিতে পারবে, বলেন রবার্ট গেটস৷ উল্লেখ্য, ভারত প্রায় ৯০০ কোটি মার্কিন ডলারের জঙ্গি বিমানসহ অন্যান্য আধুনিক হাতিয়ার কেনার পরিকল্পনা করছে৷ তার মধ্যে আছে ১২৬টি মাল্টিরোল যুদ্ধবিমান৷

প্রতিবেদক: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক