1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাংসদ কোটা বাতিল

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৪ নভেম্বর ২০১২

বেসরকারি স্কুলে ছাত্র ভর্তির ক্ষেত্রে সংসদ সদস্যদের জন্য শতকরা ২ ভাগ কোটা সংরক্ষণের আবদার মানে নি শিক্ষা মন্ত্রণালয়৷ প্রধানমন্ত্রী এই আবদারে বিরক্ত হওয়ায় শেষ পর্যন্ত তাঁরা আর ঐ কোটা সুবিধা পেলেন না৷

https://p.dw.com/p/16iDc
ছবি: picture-alliance/Dinodia Photo

কিছু দিনের মধ্যে ঢাকাসহ সারা দেশের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ভর্তি পরীক্ষা শুরু হবে৷ সংসদীয় কমিটি সুপারিশ করেছিল যে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য সংসদ সদস্যদের জন্য শতকার ২ ভাগ কোটা রাখতে হবে৷ শিক্ষা মন্ত্রণালায় তাদের প্রাথমিক বৈঠকে তা অনুমোদনেরও সিদ্ধান্ত নিয়েছিল৷ কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে তা আর হলো না৷ সংসদ সদস্যদের এই আবদারে প্রধানমন্ত্রী বিরক্ত৷ আর তাতেই উল্টে গেল শিক্ষা মন্ত্রণালয়৷ সংসদ সংসদস্যদের কোটার বিধান না রেখেই ভর্তি নীতিমালা চূড়ান্ত করা হয়েছে৷ যা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ৷

একই সঙ্গে প্রবাসী, শিক্ষাবোর্ড এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের কোটাও বাতিল কার হয়েছে৷ তবে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী এবং প্রতিবন্ধীদের কোটা বহাল আছে৷ এবার ভর্তি ফর্মের দামও বেঁধে দেয়া হয়েছে৷ আর দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষার নম্বর ১০০ থেকে কমিয়ে করা হয়েছে ৫০৷

এদিকে, ভর্তির অন্যান্য নিয়মাবলী আগের মতোই থাকবে৷ অভিভাবকরা সংসদ সদস্যদের কোটা না থাকা এবং আরো কিছু কোটা কমিয়ে দেয়ায় সন্তোষ প্রকাশ করছেন৷ তাঁদের কথা যত কোটা তত দুর্নীতি৷ উল্লেখ্য, প্রতিবছর এই ভর্তিকে কেন্দ্র করে লাখ লাখ টাকার ভর্তি বাণিজ্যের অভিযোগ উঠছে বেশ কয়েক বছর ধরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য