1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগারদের মুক্তির দাবিতে বন্ধ ‘আমারব্লগ’

জাহিদুল হক২ এপ্রিল ২০১৩

তিন ব্লগার আটকের ঘটনায় প্রতিবাদে মুখর ব্লগার সহ ফেসবুক, টুইটার ব্যবহারকারীরা৷ প্রতিবাদ এসেছে জনপ্রিয় বাংলা ব্লগসাইট ‘আমারব্লগ ডট কম’ আর ‘সামহয়্যার ইন...’ ব্লগের পক্ষ থেকেও৷

https://p.dw.com/p/1883h
ছবি: www.amarblog.com

আমারব্লগ কর্তৃপক্ষ তাদের হোমপেজ পুরোটাই কালো করে দিয়েছে৷ সেখানে লেখা, ‘‘ব্লগারদের নিয়ে নোংরা রাজনৈতিক খেলা শুরু হয়েছে৷ অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে৷ বাংলাদেশে কোন কারণ উল্লেখ না করে বন্ধ করে দেয়া হয়েছে ‘আমারব্লগ ডট কম'৷ সরকারের ভেতর ঘাপটি মেরে থাকা মৌলবাদী জঙ্গিদের এই হীন তৎপরতায় আমরা বাকরুদ্ধ! নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই৷ ব্লগারদের নিঃশর্ত মুক্তি না দেয়া পর্যন্ত আমারব্লগ বন্ধ থাকবে৷ দরকার নাই ব্লগিংয়ের আর, দরকার নাই আমারব্লগ এর...বিদায়৷''

সামহয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষ তাদের নোটিসবোর্ডে ব্লগার আটকের ঘটনা উল্লেখ করে লিখেছে ‘‘...এই আটক বিষয়ক কোন আইনগত চিঠিপত্রও পাননি ব্লগার কিংবা ব্লগ প্ল্যাটফর্ম৷ আমরা অবিলম্বে তিনজন ব্লগারের নিঃশর্ত মুক্তি দাবি করছি৷ এই মুহূর্তে বাকস্বাধীনতায় বাংলা ব্লগারদের অবস্থান/নিরাপত্তা নিয়ে আমরা এবং পুরো বাংলা ব্লগোস্ফিয়ার উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত৷''

সচলায়তন ব্লগে ‘হিমু' লিখেছেন, গত কয়েকমাস ধরে ফেসবুকের যেসব পেজের মাধ্যমে জামাত-শিবির নাশকতার পরিকল্পনা প্রকাশ করে আসছে তাদের কিছুই করতে পারেনি গোয়েন্দা পুলিশ আর টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন৷ অথচ তিনজন ব্লগারকে ধরা হয়েছে যারা নাশকতার কোনো ডাকও দেননি৷

তিনি গ্রেপ্তারকৃতদের মুক্তি না দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন৷ কারণ, ‘‘...তাদের আপনারা আটকে রাখুন৷ কারণ আপনারা তাদের নাম-ধাম-ছবি সব প্রকাশ করে দিয়েছেন৷ মুক্ত বাংলাদেশে এখন তাদের পিছু নেবে আততায়ীরা, যারা আপনাদের কল্যাণেই এদের চিনে নিয়েছে এবং যাদের দমন করার ব্যাপারে আপনাদের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না৷''

ফেসবুকে ইরেশ যাকের লিখেছেন, ‘‘কি লিখলে নাস্তিক আর কি লিখলে আস্তিক সেটাই বুঝতে পারছি না৷ কষ্ট করে নিজে কিছু না লিখে কয়েকজন শিবিরকে গিয়ে বলি ‘ভাই নাস্তিক ব্লগতো ভাল তৈরি করতে পারেন, আমারটা একটু করে দেন না'৷ তারপর ডিবি ভাইদের বলি ‘বস ধরে নিয়ে যান! আমি নাস্তিক!' পুরা জিনিসটাই ‘আউটসোর্সিং' করি৷ নতুন বিশ্বে তো এটাই নিয়ম!''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য