1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিলে পদত্যাগ

১৩ মার্চ ২০১২

রিকার্দো তেশেইরা ২০১৪ সালের বিশ্বকাপের ঠিক দুই বছর আগে পদত্যাগ করলেন৷ কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তিনি সুস্থ নন৷ গত ২৩ বছর ধরে তিনি ব্রাজিলের ফুটবল ফেডারেশন প্রধানের দায়িত্ব পালন করেছেন৷

https://p.dw.com/p/14JzL
ছবি: Reuters

তেশেইরার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ তোলা হয়েছে, তার মধ্যে দুর্নীতি অন্যতম৷ জানানো হয় যে ৯০-এর দশকে তিনি ফিফার মার্কেটিং পার্টনার আইএসএলের কাছ থেকে ঘুস নিয়েছিলেন৷ তবে পদত্যাগের পরও তিনি ফিফার এক্সিকিউটিভ কমিটির সদস্য থাকছেন৷

৬৪ বছর বয়স্ক তেশেইরা গত সপ্তাহে অসুস্থতার কারণে ছুটির আবেদন করেন৷ তবে গতকাল তিনি জানান যে তিনি অসুস্থ হওয়ার কারণে পদত্যাগ করছেন৷ তিনি তার পদত্যাগ পত্রটি অর্গানাইজিং কমিটির প্রধান জোসে মারিয়া মারিনের কাছে পেশ করেন৷ তার চিঠিতে তিনি লিখেছেন যে, ‘‘লক্ষ্যে পৌঁছানো গেছে৷ প্রধান হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি৷ ফুটবল আমাদের প্যাশন৷ এখান থেকে সরে দাঁড়ানো সহজ নয়৷ আমাদের দেশের ফুটবলের সঙ্গে দুটি জিনিস জড়িত৷ ট্যালেন্ট এবং বিশৃঙ্খলা৷ আমরা যখনই জিতেছি, ট্যালেন্টের সুনাম ছড়িয়ে পড়েছে৷ আর যখনই হেরেছি, বলা হয়েছে বিশৃঙ্খলা এর জন্য দায়ী৷ হেরে যাওয়ার জন্য আমাকে দায়ী করা হয়েছে আর যখনই জিতেছি তখন আমাকে খুঁজে পাওয়া যায়নি৷'' উল্লেখ্য, প্রধান হিসেবে তেশেইরার ২০১৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করার কথা ছিল৷   

তবে ৭৯ বছর বয়স্ক মারিয়া মারিন খুব যে জনপ্রিয় তা কিন্তু নয়৷ এ বছরের শুরুতে দেখা গেছে কোপা সাও পাউলোতে অনূর্ধ্ব ১৮-র একটি টুর্নামেন্টে মারিয়া মারিন একটি মেডেল পকেটস্থ করছেন৷ টেলিভিশন ক্যামেরায় তা ধরা পড়ে৷ তিনি জোর দিয়ে বলেন, তাকে এই মেডেলটি উপহার দেয়া হয়েছিল৷ মারিয়া মারিন এখন ব্রাজিল ফুটবল ফেডারেশন প্রধান৷

সাবেক ফুটবলার এবং বর্তমান সাংসদ রোমারিও তেশেইরার পদত্যাগকে স্বাগত জানান৷ তার নিজস্ব টুইটার বার্তায় রোমারিও বলেন, ব্রাজিলের ফুটবল এখন ক্যান্সারমুক্ত৷ আজ আনন্দ করার দিন৷ মারিয়া মারিনকে উদ্দেশ্য করে রোমারিও লেখেন, ‘‘আমি আশা করবো নতুন প্রেসিডেন্ট, যিনি মেডেল চুরি করেছিলেন, তিনি এধরণের কাজ থেকে বিরত থাকবেন৷''

ব্রাজিলের ক্রীড়া মন্ত্রী আলদো রেবেলো জানান, তেশেইরার পদত্যাগ বিশ্বকাপ ফুটবলে কোন ধরণের প্রভাব ফেলবে না৷ বিশ্বকাপ আয়োজনের জন্য কাজ যেভাবে চলছে, তা সেভাবেই এগিয়ে যাবে কোন বাধা ছাড়াই৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার 

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য