1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্যতিক্রমী অলিম্পিকের পর্দা নামলো

রিয়াজুল ইসলাম২৪ আগস্ট ২০০৮

অবশেষে শেষ হলো বেইজিং অলিম্পিক৷ রবিবার বার্ডস নেস্ট স্টেডিয়ামে এক জমকালো সমাপনীর মধ্য দিয়ে আবারও চীন তার সামর্থ দেখালো বিশ্ববাসীকে৷

https://p.dw.com/p/F40L
বার্ডস নেস্ট স্টেডিয়ামে জমকালো সমাপনীছবি: picture-alliance/ dpa

ট্রুলি এক্সসেপশনাল..সত্যিই ব্যতিক্রম....গত ১৬ দিনের বিশাল ক্রীড়াযজ্ঞ আয়োজনের এটাই বোধহয় সবচেয়ে বড় স্বীকৃতি৷ অলিম্পিক আয়োজনের আগে থেকে শুরু করে অলিম্পিক চলাকালে যত বিতর্ক সবকিছুকে পাশে ঠেলে চীন প্রমাণ করলো তারা আসলেই ব্যতিক্রম৷

Doppeldecker Abschlusszeremonie Olympia China 2008
বেইজিং-লন্ডন-বেইজিং... তারমানে কি ২০১৬ সালের অলিম্পিকও আয়োজন করতে চায় চীন?ছবি: AP

কেবল উদ্বোধনী অনুষ্ঠান নয় চোখ ধাঁধানো সমাপণী অনুষ্ঠানের মধ্য দিয়েও অলিম্পিক আয়োজক হিসেবে বেইজিং অন্য সব দেশকে যে ছাড়িয়ে গেছে সেটা স্বীকার করে নেবেন বিশ্বের ক্রীড়ামোদীরা৷ মোট সাত হাজার পারফরমারের অংশগ্রহণে সমাপনী অনুষ্ঠানের প্রতিটি মুহুর্ত ছিলো শ্বাসরুদ্ধকর৷

আগামী ২০১২ সালের অলিম্পিক অনুষ্ঠিত হবে লন্ডনে৷ তাই ভেনু হস্তান্তরের আনুষ্ঠানিকতায় লন্ডনের মেয়র বরিস জনসনের হাতে অলিম্পিক পতাকা তুলে দেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান জাক রগে৷ এরপর আস্তে আস্তে নিভিয়ে ফেলা হয় বেইজিং অলিম্পিকের মশাল৷

পরবর্তী আয়োজক হিসেবে বৃটিশদের পারফরমেন্সও ছিলো সমাপনী অনুষ্ঠানে৷ লন্ডনের ঐতিহ্যবাহী ডাবল ডেকার বাস ও লন্ডনের ব্যস্ত জীবনের প্রতিচ্ছবি তুলে ধরা হয় এসময়৷ লন্ডন অলিম্পিককে স্বাগত জানিয়ে এসময় গান গেয়ে ওঠেন ডোনা লুইস৷

অনেক বাধা ও বিতর্ক পেরিয়ে অবশেষে শেষ হয়েছে বেইজিং অলিম্পিক৷ এমন একটি বিশাল আয়োজনের মধ্য দিয়ে এই প্রথম গোটা বিশ্বের সামনে চীন নিজেকে তুলে ধরলো৷ বেইজিং অলিম্পিক চীনের এ পরিবর্তনকে ধরে রাখতে সহায়তা করবে বলে মনে করছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান জাক রগে৷

জাক রগে বলেন, আমরা স্বীকার করি সবকিছুই একেবারে ঠিকঠাক ছিলো না৷ কিন্তু আমরা মনে করি গেমসের আগের তুলনায় পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে৷ আমাদের প্রত্যাশা এবারের গেমস এ পরিবর্তন ধরে রাখবে৷