1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেনজির ভুট্টোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে কড়া নিরাপত্তা

২৭ ডিসেম্বর ২০০৯

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পালিত হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী৷ এদিকে কুরাম এলাকায় বোমা হামলায় এক সরকারী কর্মকর্তা সপরিবারে নিহত হয়েছে৷

https://p.dw.com/p/LEXD
বেনজিরকে স্মরণ করছে গোটা পাকিস্তানছবি: AP

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্রোর প্রথম মৃত্যুবার্ষিকীর সঙ্গে এবারের কোন মিল ছিল না৷ গত বছর বেনজিরের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিস্থলে নেমেছিল লাখো মানুষের ঢল৷ ফুলে ফুলে ছেয়ে গিয়েছিল তাঁর সমাধি৷ আর এবার গারহি খুধা বাখশ এলাকায় মানুষের ঢল নামতে পারেনি৷ কারণ কড়া নিরাপত্তা ব্যবস্থা৷ সরকারী কর্মকর্তা ও শীর্ষ রাজনীতিকদের বাদে আর কাউকেই সমাধি চত্ত্বরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি৷ হাজার হাজার সমর্থক বাইরে দাঁড়িয়ে ছিলেন, অপেক্ষায় ছিলেন যদি অনুমতি মেলে৷ কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকেও কোন লাভ হয়নি৷ অনেকে এজন্য ক্ষোভও প্রকাশ করেন৷

Gedenkveranstaltung für Benazir Bhutto
বেনজির ভুট্রোর সমাধিস্থলের বাইরে অপেক্ষমান জনতাছবি: AP

এদিকে বেনজিরের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন তাঁর স্বামী ও বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি৷ প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং মন্ত্রিসভার সদস্যরাও এসময় তাঁর সঙ্গে ছিলেন৷ তার আগে শনিবার কড়া নিরাপত্তার মধ্যে বেনজির পরিবারের তিন সন্তান তাদের মায়ের সমাধিস্থল পরিদর্শন করেন৷ সিনিয়র পুলিশ কর্মকর্তা জুলফিকার তুনিও জানিয়েছেন, ভুট্টো পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতেই এবার এত কড়াকড়ি আরোপ করা হয়েছে৷ উল্লেখ্য, ২০০৭ সালের এই দিনে রাওয়ালপিন্ডিতে এক জনসভা শেষে ফেরার সময় এক আত্মঘাতী হামলায় প্রাণ হারান বেনজির ভুট্টো৷

সরকারী কর্মকর্তার ওপর বোমা হামলা

এদিকে পাকিস্তানের কুরাম উপজাতি এলাকায় বোমা হামলায় এক সরকারী কর্মকর্তা সপরিবারে নিহত হয়েছেন৷ বার্তা সংস্থাগুলো জানিয়েছে নিহত সরকারী কর্মকর্তার নাম সারফাজ খান৷ তিনি সাদা শহরে থাকতেন৷ স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বোমা হামলা চালানো হয় সারফাজ খানের বাড়িতে৷ হামলায় নিহত হন সারফাজ খান, তাঁর স্ত্রী ও চার সন্তান৷ এছাড়া আরও একটি মেয়ে আহত হয়েছে বলে জানা গেছে৷ কোন দল এই ঘটনার জন্য দায়িত্ব স্বীকার না করলেও এজন্য তালেবান জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে৷ এদিকে উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলায় ১৩ তালেবান জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের কর্মকর্তারা৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: আবদুস সাত্তার