1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের আগে অলিম্পিকও আয়োজন করতে চায় কাতার

২৬ আগস্ট ২০১১

ক্ষুদ্র দেশ কাতারে বিশ্বকাপ ফুটবলের আয়োজনকে কেন্দ্র করে বিতর্ক শেষ হওয়ার আগেই অলিম্পিক আয়োজনের দায়িত্ব পেতে চায় কাতার৷ তবে গ্রীষ্মকালীন অলিম্পিক শীতকালে করতে চায় সেদেশ৷

https://p.dw.com/p/12O0K
২০২২ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজনের দায়িত্ব পেল কাতার, জানালেন ফিফা প্রধান সেপ ব্লাটারছবি: AP

আরব উপদ্বীপের ক্ষুদ্র দেশ কাতার৷ আয়তন ১১ হাজার বর্গ কিলোমিটারের সামান্য বেশি৷ জনসংখ্যা প্রায় ১৬ লক্ষ, যার মধ্যে সিংহভাগই বিদেশি৷ চারিদিকেই মরুভূমি, রুক্ষ ধুধু প্রান্তর৷ গ্রীষ্মকালে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠে যায়৷ কিন্তু সেদেশের শাসক গোষ্ঠী সব প্রতিবন্ধকতা কাটিয়ে বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক মানের অবকাঠামো গড়ে তোলার কাজে ব্যস্ত৷

Stadion in Katar
কাতারে বিশাল স্টেডিয়ামছবি: picture alliance/dpa

ক'দিন আগেই এশীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছিল সেদেশ৷ ইতিমধ্যেই কাতার ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল আয়োজনের দায়িত্ব পেয়ে গেছে, যদিও সেই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক এখনো কাটে নি৷ তার আগে ২০২০ সালের অলিম্পিক প্রতিযোগিতাও আয়োজন করতে চায় দোহা৷ ২০১৬ সালের অলিম্পিক আয়োজনের দায়িত্ব পাওয়ার চেষ্টা করেও সেদেশ ব্যর্থ হয়েছিল৷ তবে গ্রীষ্মে যেহেতু তাপমাত্রা বেশি থাকে, তাই জুলাই-অগাস্টের বদলে অক্টোবর-নভেম্বরে অলিম্পিকের আসর বসানোর বিশেষ অনুরোধ জানিয়েছে সেদেশ৷ কিন্তু সমস্যা হলো, সেসময়ে ইউরোপীয় ফুটবল লিগ'এর মতো কিছু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ ফলে জাতীয় দলগুলির পক্ষে সব খেলোয়াড়দের কাছে পাওয়া কঠিন হয়ে উঠতে পারে৷

Flash-Galerie Fussballrückblick 2010
বিশ্বকাপ হাতে কাতারের আমীর শেখ হামাদ বিন খলিফা আল তানিছবি: picture alliance / dpa

দক্ষিণ কোরিয়ার দেগু শহরে শুক্রবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবিষয়ে আলোচনা করেছে৷ মনে রাখতে হবে, এখনো ২০২০ সালের অলিম্পিকের আয়োজক দেশ স্থির হয় নি৷ কাতারের রাজধানী দোহা ছাড়াও প্রতিযোগিতার দৌড়ে রয়েছে রোম, টোকিও, মাদ্রিদ ও ইস্তানবুল৷ কিন্তু শুধুমাত্র গরম আবহাওয়ার কারণে দোহার প্রার্থিতা যাতে বাতিল না হয়, তা নিশ্চিত করতে চায় কাতার৷ আইওসি প্রেসিডেন্ট জাক রগে বলেছেন, কাতার অলিম্পিক আয়োজনের সুযোগ পাবে কি না, তা এখন প্রকাশ্যে জানানো হচ্ছে না৷ তিনি এপ্রসঙ্গে আন্তর্জাতিক অ্যাথলেটিক ফেডারেশনগুলির কেন্দ্রীয় সংগঠনের মতামত জানতে চান৷

আগামী ১লা সেপ্টেম্বরের মধ্যে ২০২০ সালের অলিম্পিক প্রতিযোগিতা আয়োজনের আবেদনপত্র জমা দিতে হবে৷ ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য